আজ রাত থেকে বাংলাদেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’, সারা দেশজুড়ে ‘শয়তান’ খুঁজতে নামছে যৌথ বাহিনী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘অপারেশন ডেভিল হান্ট’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, শয়তানের খোঁজ। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শনিবার মধ্য রাত থেকে এই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে পদ্মাপারের দেশে। কিন্তু শয়তান কারা, কাদের ধরতে এই অপারেশন শুরু হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের জনসংযোগ বিভাগের তরফে একটি প্রেস রিলিজ় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা, কেন কিনছেন এই ছবি ?

তাতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজিপুরে সাধারণ মানুষ ও ছাত্রদের উপর হামলার ঘটনা নিয়ে এ দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করবে। যার উদ্দেশ্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীদের ধরা। প্রেস রিলিজ়ে এও জানানো হয়েছে, রবিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করা হবে।

এ দিনই বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ইন্টালিজেন্সের প্রধানরা ছিলেন। আমাদের দুই স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন। সকলে কথা দিয়েছেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখনও পর্যন্ত আওয়ামি লিগ, যুব লিগ, ছাত্র লিগের যারা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে।’

আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন