‘আদানিকে প্রধানমন্ত্রী সুরক্ষা দিচ্ছেন’, শিল্পপতির গ্রেপ্তারির দাবিতে বিস্ফোরক রাহুল

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ঘুষ ও প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani)। এই নিয়ে দেশুজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার ভারতীয় এই শিল্পপতির গ্রেপ্তারির দাবিতে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আদানিকে সুরক্ষা দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

গৌতম আদানি সহ সাতজনের বিরুদ্ধে ঘুষের প্রস্তাব দেওয়ার পাশাপাশি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এরপরই বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। সেখানে সরাসরি আদানি ও প্রধানমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘এটা এখন বেশ পরিষ্কার যে আদানি ভারত এবং আমেরিকা উভয় দেশের আইনই ভঙ্গ করেছেন। এরপরও এই দেশে কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন তিনি? খোদ প্রধানমন্ত্রী তাঁকে রক্ষা করছেন। কারণ আদানির সঙ্গে দুর্নীতিতে প্রধানমন্ত্রীও জড়িত।’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

এরপরই মোদিকে আক্রমণ করে কংগ্রেস নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী আসলে এক হ্যায় তো সেফ হ্যায় মন্ত্রে বিশ্বাসী। এদেশে ১০-১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, অথচ ২০০০ কোটির দুর্নীতিতে অভিযুক্ত আদানি প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন। আজই আদানিকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু আদানিকে গ্রেপ্তার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত হন।’

বিস্তারিত আসছে…

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন