Bangla News Dunia, দীনেশ :- ভারতের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ড। ১২ সংখ্যার এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরটি সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাংকিং, টেলিকম সহ বিভিন্ন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আধার কার্ডের গুরুত্ব যত বেড়েছে ততই বেড়েছে এর অপব্যবহার এবং প্রতারণার আশঙ্কা। সম্প্রতি আধার কার্ড নিয়ে জালিয়াতির শিকার হয়েছেন অনেক মানুষ।
আপনার আধার কার্ডের নম্বর জালিয়াতি বা প্রতারণার জন্য ব্যবহার করা হলে তা আপনার ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তার জন্য বড়সড় বিপদের কারণ হতে পারে। তাই এখন আধার কার্ডের ব্যবহারের উপর নজরদারি চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।
তো চলুন আজকের এই প্রতিবেদনে আধার কার্ডের জালিয়াতি সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে নিই। কীভাবে এই জালিয়াতি থেকে মুক্তি পাবেন সেই উপায় ও আমরা জানিয়ে দেব।
কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার?
আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে তা আপনি বাড়িতে বসে নিজেই জানতে পারবেন। এর জন্য আপনাকে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট ব্যবহার করে আধার কার্ডে সহজেই নজর রাখা সম্ভব।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
ধাপে ধাপে জেনে নিন পদ্ধতিগুলি-
- সর্বপ্রথম UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে myAadhar পোর্টাল খুলতে হবে।
- তারপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
- লগইন করার পর Authentication History নামে একটি অপশন দেখতে পারবেন। সেই অপশনটি সিলেক্ট করতে হবে।
- কোন সময়কালের মধ্যে আপনার আধার কার্ড ব্যবহার হয়েছে তা দেখতে চাইলে সেই তারিখ রেঞ্জ সিলেক্ট করতে হবে।
- নির্দিষ্ট তারিখের মধ্যে কোথায় কোথায় আপনার আধার কার্ড ব্যবহার হয়েছে তার বিস্তারিত বিবরণ আপনি স্ক্রিনে দেখতে পাবেন।
সন্দেহজনক কিছু নজরে আসলে কি করবেন?
যদি আপনি সন্দেহজনক কোন কার্যকলাপ দেখতে পান তাহলে UIDAI-কে আপনার জানানো উচিত। এর জন্য UIDAI-এর টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করুন অথবা [email protected] ইমেইলে জানান।
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
কেন এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ?
আধার কার্ডে আপনার ব্যক্তিগত তথ্য সহ আর্থিক তথ্য সংযুক্ত থাকে। তাই এই আধার কার্ড সুরক্ষিত রাখা আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একবার এই আধার কার্ডের অপব্যবহার হলে তা আপনার আর্থিক ক্ষতি সহ পরিচয়পত্র চুরির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
UIDAI-এর এই টুলটি ব্যবহার করে সহজেই আপনার আধার কার্ডের ব্যবহারের উপর নজর রাখার সম্ভব এবং প্রতারণার আশঙ্কা অনেকটাই কমানো যায়। তাই এখন থেকেই নিজের আধার কার্ড সুরক্ষিত রাখুন এবং প্রতারণা থেকে সজাগ থাকুন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের