আবাসের ঘর দেবে রাজ্যই, কেন্দ্রের ‘চাপানো’ শর্তে কী আছে জানুন!

By Bangla News Dunia Rajib

Published on:

bari...

Bangla News Dunia , Rajib : কেন্দ্রের সরকারের ‘চাপানো’ শর্তে নয়, গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্য হবে ‘মানবিক’। কোনওভাবে এই প্রকল্পের সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে এই নির্দেশ দিয়েছেন।

গত সেপ্টেম্বরে নিয়ম বদলেছে কেন্দ্র। প্রাথমিকভাবে আবাস যোজনার ঘরের সমীক্ষায় কেন্দ্রের নতুন নিয়মই মেনে চলছিল রাজ্য। যদিও এই ব্যাপারে কী ক্ষেত্রে কী করণীয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ এখনও জেলাস্তরে এসে পৌঁছয়নি।

কী কী নিয়ম বদলেছিল কেন্দ্র?

পরিবর্তিত নিয়মে, মোটর বাইক, মোটর চালিত মাছ ধরার নৌকা, রেফ্রিজারেটর, ল্যান্ড ফোন থাকলে এবং মাসিক আয় ১৫,০০০ টাকা হলেও সেই সব পরিবারও কেন্দ্রীয় গ্রামীণ আবাস প্রকল্পের সুবিধা পেতে পারে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্রকল্প থেকে নাম বাদ যাবে, তাও স্পষ্ট করা হয়। সূত্রের খবর, আবেদনকারীর নিজস্ব তিন অথবা চার চাকার গাড়ি থাকলে, তাঁরা ৫০,০০০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পেলে, পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি বা অন্য কোনও সংস্থায় কাজ করলে, পরিবারের কোনও সদস্য আয়করের আওতাধীন হলে, ২.৫ একর বা তার বেশি জমির মালিকানা থাকলে আবাসন প্রকল্প থেকে নাম বাদ যাবে।

কেন্দ্রীয় সরকারের তরফ নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং দু’টির বেশি ঘর রয়েছে, সেই সব পরিবারের নাম প্রকল্প থেকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।

কী সুবিধা মেলে এই প্রকল্পে?

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে ১.২০ লক্ষ টাকা এবং পাহাড়, আদিবাসী ও পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হলে ১.৩০ লক্ষ টাকা দেওয়া হয়।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এখন কী চলছে?

গ্রামাঞ্চলে সমীক্ষার কাজ শুরু হতেই তালিকায় নাম তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ২০ ডিসেম্বর থেকে এই প্রকল্পের প্রথম দফার টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান। এ জন্য ১৩ ডিসেম্বরের মধ্যে সমীক্ষা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন জেলায় জেলায় সমীক্ষা কাজ চালাচ্ছেন ব্লক প্রশাসনের কর্তারা।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন