আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে রাজ্য সরকার। কাদের থেকে কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণকে বাড়ি বানানোর জন্য আবাস যোজনা (Awas Yojana) প্রকল্প চালু করেছেন। রাজ্যে এমন অনেক বাসিন্দা রয়েছেন, যাদের পাকা বাড়ি নেই। তাঁদের সুবিধায় রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিলেন। তবে এর আগে প্রধানমন্ত্রীও আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে আর্থিক সাহায্য করতেন। যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলাদা করে এই রাজ্যের জন্য বাংলার বাড়ি প্রকল্পের ঘোষনা করেছেন।

Awas Yojana Scheme In West Bengal

ইতিমধ্যে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) বা বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari Prokolpo) মাধ্যমে উপকৃত বহু মানুষ। তাঁরা আশা করছেন যত দ্রুত সম্ভব তাঁদের একাউন্টে সরকারি প্রকল্পের টাকা ক্রেডিট হোক। তবে এর মাঝে শোনা যাচ্ছে এক চিন্তার খবর। পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে নিচ্ছে আবাস যোজনা প্রকল্পের টাকা। কিন্তু কেন? হঠাৎ করে কেন এই উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

আবাস যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে

গত বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছি আবাস প্রকল্পের (Awas Yojana) প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। বাংলায় শুরু হয়ে গিয়েছে ১২ লক্ষ গ্রাহকের বাড়ি তৈরির প্রথম ধাপ। সব মিলিয়ে গোটা রাজ্যের জন‍্য সরকারি তরফে বরাদ্দ হয়েছে প্রায় ৭২০০ কোটি টাকা। সূত্রের খবর, জানা গিয়েছে দ্বিতীয় কিস্তিতেও সরকার প্রত্যেক উপভোক্তাকে মোট ৬০ হাজার করে টাকা পাঠাবে। তাতে ৭২০০ কোটি প্রায় টাকা বরাদ্দ করা হবে। সরকারি সিদ্ধান্ত বলছে, সেই বরাদ্দ দেওয়া হবে অন্তত মাস চারেক বাদে। যখন প্রথম কিস্তির টাকা দিয়ে কিছুটা এগিয়ে যাবে বাড়ি তৈরির কাজ, তখন সমস্ত কাজ খতিয়ে দেখার পরেই মিলবে দ্বিতীয় দফার বরাদ্দ।

কাদের থেকে ফেরত নেওয়া হচ্ছে টাকা?

প্রধানত সরকারি প্রকল্পে এবার জালিয়াতি রুখতে রাজ্য সরকার সতর্কতা মূলক পদক্ষেপ নিয়ে চলেছে। অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। আবাস যোজনা প্রকল্পের অর্থ ফেরত নিতে এবার খোলা হবে পৃথক অ্যাকাউন্ট। আর্থিক দুর্নীতি ঠেকাতে এবার আগের থেকেই সতর্ক নবান্ন। প্রকল্পের টাকা সঠিক হাতে যাচ্ছে কি না, টাকা ছাড়ার আগে ও পরে তার সঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে। আবাস প্রকল্পে কোনও বরাদ্দ যদি ‘ভুল’ উপভোক্তার হাতে চলে যায়, তাহলে তা ফেরানোর মৌখিক নির্দেশও দেওয়া হল নবান্নের তরফ থেকে। আবাস যোজনা প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য এবার পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিডাক্ট রিকভারিজ হেড অব অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্তও নাকি নিতে চলেছে রাজ্য সরকার।

টাকা ফেরত নেওয়া হচ্ছে কেন?

প্রধানত দুর্নীতি ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নিয়ম কার্যকরের ফলে এবার অনায়াসে সরকারি পদ্ধতি মেনে বিভিন্ন তহবিল যেমন হাউজিং, রুরাল হাউজিং, বাংলার বাড়ি (গ্রামীণ), অথবা ‘ডিডাক্ট রিকভারি, ইত্যাদি তহবিলে অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারবেন বাংলার জেলা-কর্তারা। এর থেকেই বোঝা যাবে, কোন ক্ষেত্রে ঠিক কত জন অন্যায্য উপভোক্তার কাছে অর্থ পৌঁছেছিল। কারা যোগ্য আর কারা অযোগ্য, আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে জালিয়াতি হয়েছে নাকি ইত্যাদি। তবে আপনার এই বিষয় চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আবাস যোজনার আবেদন আগের নিয়মেই চলবে। যারা যোগ্য তারা একাউন্টে টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন