আবাস যোজনার বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবারের শিক্ষক আনিসুর, কিন্তু কেন?

By Bangla News Dunia Rajib

Published on:

abas

Bangla News Dunia , Rajib : আবাস যোজনায় বাড়ি পেতে ‘ছলচাতুরি’-র এই অভিযোগ নতুন নয়। কিন্তু এ বার উলটপুরাণ দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মড়িগাছিতে। ২০১৮ সালে আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন ওই গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক আনিসুর রহমান। কিন্তু এর মধ্যে পেরিয়ে গিয়েছে ৬ বছর।

কিন্তু পাকা বাড়ি হয়ে যাওয়ার কারণে ব্লক প্রশাসনের কাছে নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। আনিসুর বলেন, ‘যখন আবেদন করেছিলাম তখন কাঁচা বাড়ি ছিল। এখন পরিবারের সদস্যরা পাকা বাড়ি তৈরি করেছেন। তাই আবাস যোজনাতে বাড়ির প্রয়োজন নেই। তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে আমার নাম বাতিল করার জন্য লিখিত আবেদন করেছিলাম। যোগ্যরা এই সরকারি প্রকল্পে বাড়ি পাক সেই আবেদন জানাচ্ছি।’

আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে

আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য অনেকেই যখন ফন্দি ফিকির আঁটছেন বলে অভিযোগ উঠছে জেলার বিভিন্ন জায়গায়। সেই সময় আনিসুরের পদক্ষেপে খুশি ব্লক প্রশাসনের কর্মীরা।

ডায়মন্ড হারবার-২ ব্লকের বিডিও সুদিপ্ত অধিকারী বলেন, ‘আবাস যোজনার সমীক্ষা চলছে ব্লকজুড়ে। যোগ্য প্রাপকেরা বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে, এমন যাঁদের নাম তালিকায় চলে এসেছে, সেগুলি পরে বাদ দেওয়া হবে। এরই মধ্যে অনেকেই নিজেদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন।’

আনিসুর জানান, তিনি পেশায় শিক্ষক। নিজে সৎ না থাকলে আগামী প্রজন্মকে সততার বার্তা দেওয়া সম্ভব নয়। তাই যা ঠিক মনে হয়েছে তিনি তাই করেছেন।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন