Bangla News Dunia, দীনেশ :- ফের মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নিশানায় ভারত। নাম না করে প্রকাশ্যেই বিঁধলেন ভারতকে (India)। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস বলেন, ‘আমাদের স্বাধীনতা অনেক বড় বড় দেশেরই ভালো লাগছে না।’ নোবেলজয়ী অর্থনীতিবিদের এ ধরণের মন্তব্যে ভারতে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
বাংলাদেশের এক রাজনৈতিক বৈঠকে যোগ দিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ‘৫ তারিখে যে উত্তেজনা ও শক্তি নিয়ে শত্রুর মোকাবিলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দেয়, সেই লক্ষ্যে ফাটল ধরেনি। সেই কথা দুনিয়ার সামনে প্রকাশ করার প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা চলছে। আমাদের স্বাধীনতা অনেক বড় বড় দেশেরই ভালো লাগছে না।’
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
তাঁর আরও সংযোজন, ‘আমরা এখনও কোনও দুর্বল হইনি। আমরা এখনও সেই জাতি, যারা স্বৈরচারী সরকারকে বিদায় দিয়ে যাত্রা শুরু করে। সেই জাতি এখনও সজাগ আছে, মজবুত আছে। ঠান্ডা আমরা হই নাই।… আমরা সতেজ, সেই জাতি মরে নাই, দুর্বল হই নাই, সবল আছে।’
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !