‘আমার মন ভেঙে যাবে’, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে কেন বললেন বিদ্যা বালন?

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  চলচ্চিত্র উৎসবে নন্দন চত্বরে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা বালন। ‘ভালো থেকো’র হাত ধরেই রুপোলি পর্দার যাত্রা শুরু করেন বিদ্যা। ছবির পরিচালক গৌতম হালদার আজ আর নেই। ডেবিউ ছবির পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে গলা ধরে আসে বিদ্যার।

‘বাংলাকে, বাঙালি লোকজনকে ও বাংলার মিডিয়াকে খুব ভালোবাসি’, কলকাতায় এসে হাসতে–হাসতে বিদ্যা ব্যক্ত করেন তাঁর মনের কথা। প্রতিবার কলকাতায় এলেই কালীঘাটে যান। তাঁর প্রায়ই মনে হয়, কলকাতায় গিয়ে কালীঘাটের মন্দির দর্শন করবেন। কুণ্ঠাহীন ভাবে ভাঙা বাংলায়, ইংরেজি ও হিন্দিতে মিলিয়ে মিশিয়ে কথাগুলো বলছিলেন বিদ্যা।

কেরিয়ারের প্রথম ছবি ‘ভালো থেকো’র জন্য কী ভাবে সুযোগ আসে বিদ্যার কাছে? প্রশ্ন শুনে বিদ্যা বলেন, ‘আসলে দাদা, অর্থাৎ প্রদীপ সরকারের সঙ্গে কলকাতায় আসি। ফলতায় এক বিজ্ঞাপনের শুটিং হচ্ছিল আমাদের। প্রোডাকশন ম্যানেজার দীনেশ রাওয়াত সবটা সামলাচ্ছিলেন। সেই সময়ে তিনি গৌতমদার (গৌতম হালদার) সঙ্গেও কাজ করছিলেন। তিনিই গৌতমদাকে আমার কথা বলেন। আমার কিছু ফোটোগ্রাফ দেখেন গৌতমদা। অ্যাড ফিল্মে আমার কাজও দেখেন। এ সবই আমি অনেক পরে জানতে পারি। আমাকে তাঁর পছন্দ হয়েছিল ‘ভালো থেকো’র জন্য। তার পর আমরা ফোনে কথা বলি। তিনি স্ক্রিপ্ট পাঠান। আর আমি রাজি হয়ে যাই। অনেক সহজ সময় ছিল। ভাবতেও ভালো লাগে।’ আবেগে ভেসে বিদ্যা এও জানান, প্রয়াত পরিচালক গৌতম হালদার সব সময়েই ভালো থাকার কথা বলতেন। সেই মন্ত্রেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদ্যাও।

কলকাতার রাস্তায় আর হয়তো দেখা যাবে না হলুদ ট্যাক্সি। ১৫ বছরের বেশি পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সি এখন বাতিলের খাতায়। যে কারণে মহানগরের বুকে হলুদ ট্যাক্সির এক বিরাট অংশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ট্যাক্সি বিলুপ্তির আশঙ্কার কথা জানতে পেরে মন ভেঙেছে বিদ্যার। তিনি হলুদ ট্যাক্সির ফ্যান। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির শুটিংয়ের সময়ে হলুদ ট্যাক্সিতে চেপে বেশ কিছু দৃশ্যের শুটিং করেছিলেন। নায়িকা বলেন, ‘‘ভুলভুলাইয়া ৩’র জন্য যখন কলকাতায় আসি, হলুদ ট্যাক্সিতে শুটিং হয়। খালি পায়ে ট্যাক্সির মাথায় চড়ি ছবির প্রচারের সময়ে। হাওড়া ব্রিজের নীচে দাঁড়াই আমরা। কিছু জিনিসের সঙ্গে কলকাতার পরিচিতি জড়িয়ে আছে। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফুচকা, হলুদ ট্যাক্সি। এই যান চলে গেলে খুব মিস করব। আমার মন ভেঙে যাবে। শুনেছি ট্রামও অনেক কমে আসছে কলকাতা শহরে। দুটোই মিস করব।’

এ বার কোন বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করতে চান বিদ্যা? তাঁর জবাব, ‘আমি সবার সঙ্গে কাজ করতে চাই। মানিকদার (সত্যজিৎ রায়) সঙ্গে কাজ করতে চাই। কিন্তু সেটা তো আর হবেই না।’ সাংবাদিক সম্মেলনে বিদ্যা জানিয়েছিলেন, কিছু বছর আগে পর্যন্ত বাংলা ছবির থেকে প্রস্তাব পেতেন তিনি। কিন্তু এখন তেমন অফার পান না। হলেও তা খুব এগোয় না। যদিও এ বিষয়ে বিদ্যা খুবই আশাবাদী। তিনি মনে করেন, সময়ের কাজ সময়ে হয়েই যাবে। যদিও হিন্দি ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করেই তিনি তৃপ্ত। বলেছেন, ‘আপাতত এ ভাবেই বাংলার সঙ্গে জুড়ে আছি।’

‘ডার্টি পিকচার’ ছবিতে সিল্ক স্মিতা, ‘শকুন্তলা দেবী’তে শকুন্তলার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন বিদ্যা। অনেকের ধারণা বিদ্যা ‘মেথড অ্যাক্টিং’ করেন। এ বিষয়ে অভিনেত্রীর উক্তি, ‘মেথড অ্যাক্টিং কী আমি জানিই না। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হলো ফিল্মের বিভিন্ন চরিত্র ও পরিচালক।’ কমেডি ফিল্মে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিদ্যা বলেন, ‘অফার এলে নিশ্চয়ই কমেডি ফিল্ম করব।’

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন