Bangla News Dunia, দীনেশ : ‘সবাই ভুল করে। আমিও করি। আমিও তো মানুষ!’ নিজের প্রথম পডকাস্ট সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর ট্রেলারেই চমকে দিলেন নমো। সোশ্যাল মিডিয়ায় ২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের পডকাস্টের ট্রেলার ঘুরে বেড়াচ্ছে। সেখানে উপস্থাপক নিখিল কামাথের মুখোমুখি বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোশমেজাজে দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতে সাক্ষাৎকারের ট্রেলার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিখিল। পরে সেটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন নমো।
I hope you all enjoy this as much as we enjoyed creating it for you! https://t.co/xth1Vixohn
— Narendra Modi (@narendramodi) January 9, 2025
ট্রেলারে উপস্থাপক নিখিল কামাথকে বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির মতো একজন ব্যক্তির মুখোমুখি হয়ে তিনি নার্ভাস বোধ করছেন। এমনকি, নিখিল যেহেতু খুব ভালো হিন্দি বলতে পারেন না, তার জন্য কোনও ভুলচুক হয়ে গেলে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন। এর জবাবে নমোর মুখে দেখা গিয়েছে হাসি। খুব খোলামেলাভাবে তিনি মন্তব্য করেছেন, ‘আমাদের এভাবেই চলবে’। তাঁর এই মন্তব্যে যত না প্রধানমন্ত্রীসুলভ গাম্ভীর্য ছিল, তার থেকে অনেক বেশি ছিল সহজ-সরল কথাবার্তা বলার ধরন। যা বেশ লক্ষ্যণীয় এবং উপভোগ্য।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
মোদির কাছে নিখিল জানতে চেয়েছেন, কী ধরনের মানুষদের রাজনীতিতে আসা উচিত। জবাবে মোদি জানিয়েছেন, ‘রাজনীতিতে নিরন্তর ভালো লোক আসা দরকার।’ সেইসঙ্গে মোদি মনে করিয়ে দেন, রাজনীতিতে আসতে হলে ‘মিশন নিয়ে আসতে হবে, অ্যাম্বিশন নিয়ে নয়।’ এই ট্রেলারেই (Trailer) মোদি জানিয়েছেন, এটাই তাঁর প্রথম পডকাস্ট। ‘কেমন হবে, কে জানে!’ এই অনুষ্ঠানে মোদির কথা বলার ধরন, সত্যিই নজর কেড়েছে।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
ট্রেলারে মোদির ‘ভগবান নই’ মন্তব্য অবশ্য নজর কেড়েছে। অনেকের মনে পড়ে যাচ্ছে লোকসভা ভোটের আগে মোদির করা সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন, ‘এ বিষয়ে নিশ্চিত যে আমার জন্ম জৈবিকভাবে হয়নি। পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। বিশেষ কোনও কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে।’ তাঁর সেই মন্তব্য নিয়ে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধী দলগুলি আক্রমণ শানিয়েছিল তাঁকে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025