Bangla News Dunia, দীনেশ : জমি দুর্নীতি মামলায় (Land Scam) দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রী। শুক্রবার পাক আদালত ইমরানের ১৪ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। একই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) মিলেছে ৬ বছরের কারাদণ্ড (Jail)। যদিও তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে আগে থেকেই জেলবন্দি ইমরান ও তাঁর স্ত্রী।
জানা গেছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি আল-কাদি ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ২০ হাজার কোটি টাকা তুলেছেন। তাঁদের কৃতিত্ব এখানেই থেমে নেই, তাঁরা দু’য়ে মিলে বিশ্ব বিদ্যালয়ের কয়েক শতক একর জমিও দখল করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে তদন্ত শুরু করে পাকিস্তানের তদন্তকারী সংস্থা ‘ন্যাব।’ সেই তদন্তের সূত্র ধরেই এদিন বিশ্বকাপ জয়ী পাকিস্তানের (Pakisthan) প্রাক্তন অধিনায়ক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
যদিও এই সাজা ঘোষণার পর মুখ খুলেছেন ইমরান খান। তিনি বলেন, শুক্রবার সাজা ঘোষণার পর ইমরান খান বলেন, ‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এমন একটি মামলায় আমার নাম জড়ানো হচ্ছে যেখানে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে কোনওদিন একটা টাকাও নিইনি। এক টাকারও ক্ষতি হয়নি সরকারের। মেফেয়ার অ্যাপার্টমেন্ট মামলার তো একাধিক অভিযোগ রয়েছে নওয়াজ শরিফের বিরুদ্ধে। তোষাখানা থেকে একাধিক বিলাসবহুল গাড়ি বের করা হয়েছিল। তবে সব মামলাই ওপেন অ্যান্ড শাট। অভিযুক্তদের ক্ষমা করে দেওয়া হয়েছে। চুক্তি করা হয়েছে। নওয়াজ শরিফের বিরুদ্ধে ৯০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।’
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
এখানেই না থেমে স্ত্রী-র গ্রেপ্তারি নিয়ে তিনি আরও বলেন, ‘আমার উপর চাপ তৈরি করতেই ওঁকে ফাঁসানো হয়েছে। এরআগেও বুশরাকে ন’মাস জেলবন্দি করে রাখা হয়েছিল। এমনটা হতে থাকলে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্থিতাবস্থা ফিরবে না এ দেশে।’
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত