Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে। বুধবার তাঁদের নিয়ে অমৃতসর বিমান বন্দরে নামে আমেরিকান সেনাবাহিনীর সি-১৭ বিমান। অবৈধ অভিবাসীদের পায়ে শিকল ও হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে।
পিটিআই সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকা থেকে ফেরত পাঠানোর তালিকায় রয়েছেন যশপাল সিং। তিনি দাবি করেন, ‘অমৃতসর বিমানবন্দরে অবতরণের পরে শিকল খুলে ফেলা হয়েছিল।’ যশপাল পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তাঁর কথায়, ‘আমরা ভেবেছিলাম আমাদের অন্য কোনও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তার পর একজন পুলিশ অফিসার আমাদের জানান যে, আমাদের ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের হাতকড়া পরানো হয়েছিল এবং আমাদের পায়ে শিকল বাঁধা ছিল। অমৃতসর বিমানবন্দরে নামার পরে শিকল, হাতকড়া খোলা হয়।’
গত ২৪শে জানুয়ারি মেক্সিকো সীমান্তে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন যশপাল। তাঁর দাবি, একজন ট্রাভেল এজেন্ট তাঁকে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন।
যদিও বুধবারের আগে ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরানো এবং পায়ে শিকল বাঁধার দাবি খারিজ করে দিয়েছে সরকার। কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দেয়, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে, তাঁরা আসলে ভারতীয় নন।
উল্লেখ্য, কয়েক দিন পরেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন মোদী। হোয়াইট হাউসে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রণয়ন করেছেন। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর মাঝেই মোদীর আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা কূটনৈতিক মহলে।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন