Bangla News Dunia, দীনেশ :- সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। অভিযোগ করেছে মার্কিন আদালত। অভিযোগে বলা হয়েছে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার( ভারতীয় মুদ্রায় ২২০০ কোটি টাকারও বেশি) ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের এই ধনকুবের। জানা গিয়েছে, এই প্রকল্পের বরাত পেলে আগামী ২০ বছরে আদানি গোষ্ঠীর লাভের অঙ্ক হত ২০০ কোটি মার্কিন ডলার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আদানির ভাইপো সাগরের ওপরেও। তবে এর ফলে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও অবনতি হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যাঁ-পিয়ের বলেন, “আদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা আমরা জানি। তবে এই নিয়ে বিচার দপ্তর বিশদে জানাতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, ভারত এবং আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশ একে অপরের সহযোগী।”
আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুজনের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। তবে এই ঘটনায় উঠে এসেছে আরও এক রহস্যময় ব্যাক্তির নাম। জানা যাচ্ছে, তিনি অন্ধ্রপ্রদেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। সূত্রের খবর, শুধুমাত্র তাঁকেই দেওয়া হয়েছিল ১৭৫০ কোটি টাকা।ফলে স্বাভাবিকভাবেই এই রহস্যময় ব্যাক্তির পরিচয় ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
ভারতের অন্যতম ধনী ব্যাক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। এই ধনকুবেরের ভবিতব্য কী হবে? আদতেই কি গ্রেপ্তারির মুখে পড়তে হবে তাঁকে ? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের