আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল ! দেখুন বিস্তারিত কর কাঠামোর ধাপ গুলি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মাস্টারস্ট্রোক নির্মলা সীতারমণের। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় অঙ্কের করছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হল। আগে করছাড়ের সর্বোচ্চ পরিমাণ যেখানে ছিল ২ লক্ষ টাকা। সেটা এবার বাড়িয়ে করা হল ৩ লক্ষ টাকা।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির মারে জর্জরিত দেশ। বাজারে কমছে পণ্যের চাহিদা। ফলে কমছে উৎপাদন পরিমাণ। তাছাড়া গত দু’বছর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় কোনও বদল করা হয়নি। করের হারে বদল করা হলেও সেভাবে স্বস্তি পায়নি মধ্যবিত্ত। এবারের বাজেটে তাই করকাঠামোয় স্বস্তি পাওয়ার আশায় ছিল মধ্যবিত্ত। মধ্যবিত্তের সেই প্রত্যাশা পূরণ করলেন অর্থমন্ত্রী।

নির্মলার ঘোষণা অনুযায়ী, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ থেকে বেড়ে হল ৭ লক্ষ। আয়করের স্ল্যাবও বদলাল। ০-৩ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩-৬ লক্ষ আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। তবে এই স্ল্যাবে যারা করছাড়ের আওতায় পড়বেন, তাঁদেরও কোনও আয়কর দিতে হবে না। ৬-৯ লক্ষ আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ।

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

৯-১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ। আগে আড়াই থেকে ৫ লক্ষ টাকা করে কোনও ট্যাক্স দিতে হত না। ৫-৭.৫ লক্ষে আয়কর ছিল ১০ শতাংশ। ৭.৫-১০ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হত ১৫ শতাংশ। ১০-১২.৫ লক্ষে আয়কর ২০ শতাংশ। ১২.৫-১৫ লক্ষ আয়ে কর ছিল ৩০ শতাংশ।

শুধু করে ছাড় দেওয়াই নয়। কারকাঠামো এবং আইটি রিটার্ন ফাইল করার প্রক্রিয়ারও সরলীকরণ করেছে নির্মলার সরকার। নতুন এই করকাঠামোয় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে করদাতাদের। কিন্তু কেউ চাইলে পুরনো রীতিতেও কর দিতে পারেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন