Bangla News Dunia, দীনেশ :- ভারত সরকার পরিচালিত আয়ুষ্মান ভারত যোজনার আওতায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। কিন্তু এই চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা আবশ্যক।
এই সরকারি প্রকল্পের মাধ্যমে বিশেষ কিছু ব্যক্তিরাই কেবলমাত্র এই সুবিধা পেয়ে থাকেন। তবে এমনও অনেক মানুষ আছেন যারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন না। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কারা এই আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য নন এবং এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
কাদের জন্য এই সুবিধা?
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আর্থিকভাবে দুর্বল ও গরীব মানুষের চিকিৎসার জন্যই এই আয়ুষ্মান কার্ড চালু করা হয়েছে। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার পরিচালনা করে এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন সেই ব্যবস্থা করা। বিনামূল্যে চিকিৎসা প্রদান করায় এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য।
আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?
এই প্রকল্পের সুবিধাভোগীরা যে সুবিধাগুলি পান
যদি আপনি আয়ুষ্মান ভারত যোজনার জন্য যোগ্য হন তবে আপনি একটি আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারবেন। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সরকার নিবন্ধিত হাসপাতালগুলোতে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায়। আপনার এই কার্ড থাকলে প্রতিবছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহন করবে সরকার। এর জন্য আপনাকে কোন রকম টাকা দিতে হবে না।
কারা এই কার্ড তৈরি করতে পারবেন না?
যদিও অনেক সাধারন মানুষই এই প্রকল্পের আওতায় আছেন। তবে কিছু মানুষ আছেন যাদের আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্যতা নেই। নিচে সেই সমস্ত ব্যক্তিদের তালিকা বিস্তারিত আলোচনা করা হল-
(১) যাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয়- যেসব ব্যক্তির প্রভিডেন্ট ফান্ড কাটা হয় তাদের এই প্রকল্পের যোগ্য হিসেবে নির্বাচন করা হয় না।
(২) যারা ইতিমধ্যে ESIC সুবিধাভোগী- যে সমস্ত কর্মচারীরা রাজ্য বীমা বা ESIC-এর সুবিধা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না।
(৩) সুশৃংখল খাতে কর্মরত ব্যক্তিরা- যারা কর প্রদান করে বা সংঘটিত খাতে কাজ করেন তাদেরও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়।
(৪) সরকারি কর্মচারী বা অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যাক্তিরা- যদি আপনি আর্থিকভাবে সচ্ছল হন বা একজন সরকারি কর্মচারী হন, তবে আপনিও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন না।
আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়
যদি আপনি উপরে উল্লেখিত তালিকায় থাকেন তবে আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য আপনি যোগ্য নন এবং বিনামূল্যের চিকিৎসার সুবিধা নিতে পারবেন না। বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য অবশ্যই উপরে যোগ্যতাগুলি পূরণ করতে হবে।
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে