আরও বিপাকে শেখ হাসিনা, জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফের গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। আগে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছিল। এ বার গুম খুনের মামলায় ওই পরোয়ানা জারি হয়েছে। সোমবার, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেছে।

হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে। এই মামলাতেও হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল ওই পরোয়ানা জারি করে।

গুম খুনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের প্রাক্তন আইজি বেনজীর আহমেদ-সহ ১১ জনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদেরকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়াও হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এনটিএমসি’র প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানকে।

আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত

হাসিনার আমলে গুম খুনের রাজনীতি শুরু হয়েছিল বলে অভিযোগ। সেই সময়ে তাঁর বিরোধীদের গোপন কুঠুরিতে ঢুকিয়ে নৃশংস অত্যাচার হতো বলেও অভিযোগ। সেখানে অনেকেকে হত্যা করে দেহ বাইরে ফেলে দেওয়াও হয় বলে অভিযোগ। গত অগাস্ট মাসে আওয়ামি লিগের সরকারের পতনের পরে হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ে। তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গুম খুনে যুক্ত থাকার অভিযোগে মামলা হয়।

গত বছরের ১৭ অক্টোবর, গণহত্যা এবং মানবতাবিরোধী একটি মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ দিনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে অভিযোগ করেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গুম খুন চালু করেছিল আওয়ামি লিগ। গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, ডিজিএফআই-ও জড়িত ছিল বলেও আদালতে জানান চিফ প্রসিকিউটর।

ক্ষমতাচ্যুত হওয়ার পরেই হাসিনা পালিয়ে ভারতে আসেন। বিচারের জন্য তাঁকে ফেরত পেতে চেয়ে দিল্লির কাছে ‘নোট ভার্বাল’ পাঠিয়েছে ঢাকা। ভারতের বিদেশমন্ত্রক ওই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। তবে হাসিনার ব্যাপারে কী পদক্ষেপ হবে সেটা এখনও জানায়নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন