আরজি করে আট তলার ঘরের সিল ভাঙার চেষ্টা, নেপথ্যে কোন রহস্য?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের আট তলায় একটি ঘর তদন্তের স্বার্থে সেপ্টেম্বর মাসে সিল করেছিল সিবিআই। কিন্তু বৃহস্পতিবার সকালে ওটি কমপ্লেক্সের সেই ঘরের সিল ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ওই রুমে তালা দিয়ে তার উপর ‘গালা সিল’ সাঁটানো ছিল। এ দিন সকালে দেখা যায় রুমে তালা দেওয়া থাকলেও তার উপর লাগানো সিলটি ছেঁড়া। এর পরেই প্রশ্ন উঠছে, কেউ কি ওই রুমটি খোলার চেষ্টা করেছিল? তবে ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত আরজি কর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভের সুর শোনা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে ‘জুনিয়র ডক্টর্স ফোরাম’-এর পক্ষ থেকে অনিকেত মাহাতো বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আগে এই নিয়ে কথা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, সমস্ত জায়গা থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) না পাওয়া পর্যন্ত এই সিল খোলা হবে না। কী ভাবে এটা হলো, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

উল্লেখ্য, চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে কেন এই ঘরটি সিল করা হয়েছিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল।

আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা

অকুস্থল কোথায়? আরজি করে তরুণী চিকিৎসকের খুন–ধর্ষণের ঘটনায় ক্রাইম সিন আদৌ সেমিনার রুম কি না, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস (সিএফএসএল)–এর রিপোর্টে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। মঙ্গলবার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি ‘বাংলা নিউস দুনিয়া  অনলাইন’)। সেখানে দেখা গিয়েছে, সিবিআইয়ের সিল করে রাখা একটি ঘরের মেঝেয় রয়েছে রক্তের দাগ।

এর পরেই সংশয় গভীর হয়েছে, আদৌ ক্যাজুয়াল্টি বিল্ডিংয়ের তলার সেমিনার রুমই কি তরুণী চিকিৎসক খুন-ধর্ষণের প্লেস অফ অকারেন্স (পিও)? কারণ ফরেন্সিক পরীক্ষায় সেখানে ধস্তাধস্তির কোনও চিহ্নই মেলেনি। রিপোর্ট প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন যে ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’) সামনে এসেছে তা ভবনেরই আট তলায় অর্থোপেডিক ওটি-র উল্টো দিকের ঘরের ফুটেজ। এই ঘরটিই সেপ্টেম্বর থেকে সিল করে রেখেছে সিবিআই।

এর পরেই আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলছিল, অপরাধ ওই ঘরে বা তার উল্টো দিকের ওটিতে হয়নি তো? এই সমস্ত কিছুর মধ্যেই সিল খোলার অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন

আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন