আরজি কর আবহে মহানগরে ফের মহিলা চিকিৎসককে যৌন হেনস্তা !

By Bangla news dunia Desk

Published on:

rape

Bangla News Dunia , দীনেশ :  আরজি কর আবহের মধ্যেই কলকাতায় এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার অভিযোগ উঠল । অভিযোগের তির অ্যাপ ক্যাব সংস্থার চালকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালের কাছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা চিকিৎসক কাজ সেরে ফেরার পর ওই বেসরকারি হাসপাতালের বাইরে থেকে তিনি একটি অ্যাপ বাইক বুক করেন । কিন্তু কিছুক্ষণ পর কোনও কারণবশত ওই মহিলা চিকিৎসক বাইক রাইডটি বাতিল করেন । কেন তিনি রাইডটি বাতিল করলেন, তা জানার জন্য ওই মহিলা চিকিৎসককে বারবার ফোন করতে থাকেন চালক । মহিলার অভিযোগ, এরপর তিন ফোন ধরলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে যৌন হেনস্তার ভয় দেখান অ্যাপ বাইক চালক ।

আরো পড়ুন :- লেডিজ কামরায় ওঠার ‘শাস্তি’, পুরুষদের সঙ্গে কি করল রেল, দেখুন

আরো পড়ুন :- মুঘল আমলের মেলায় নিলামে সলমন-শাহরুখ ! বিক্রি 1 লক্ষ 85 হাজার টাকায়

শুধু তাই নয়, চিকিৎসকের আরও অভিযোগ, তিনি ফোন কেটে দিলে হোয়াটসঅ্যাপে একাধিক অশ্লীল ভিডিয়ো পাঠাতে শুরু করেন ওই বাইক চালক । ওই মহিলা চিকিৎসকের দাবি, তিনি সেই নম্বরটি ব্লক করে দিলে অন্য নম্বর থেকে তাঁর ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাঁকে যৌন নির্যাতনের ভয় দেখানো হয় । তিনি ফোন কেটে দিলে এরপর তাঁর ফোনে কার্যত 17 বার ফোন করেন ওই চালক বলে অভিযোগ । এরপরেই এই ঘটনায় যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা চিকিৎসক ৷ পাশাপাশি ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার সেলেও গোটা ঘটনার অভিযোগ করেন তিনি ।

আরো পড়ুন :- ভারত-মলদ্বীপ সুদিন ! ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে বিপুল অর্থ সাহায্য মোদি সরকারের

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের সাইবার সেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘ইতিমধ্যেই ওই মহিলা চিকিৎসকের করা অভিযোগটি আমরা খতিয়ে দেখছি । মহিলার অভিযোগের ভিত্তিতে ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে । যে সকল নম্বর থেকে ওই মহিলা চিকিৎসকের ফোনে নোংরা ও অশ্লীল ছবি পাঠানো হয়, সেটি নম্বরগুলি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তদন্তকারীরা ।’’ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি ৷

সম্প্রতি, অগস্ট মাসে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় । ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে । আরজি কর হাসপাতালের মধ্যে এই নারকীয় ঘটনার পর গোটা দেশ তোলপাড় হয় । এই ঘটনায় বিচার এবং প্রতিবাদ জানিয়ে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক সমাজ রাস্তায় নামে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মহানগরে এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার ভয় দেখানোর অভিযোগ ৷ এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে নারী-সুরক্ষা ব্যবস্থা ।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন