আরজি কর-কাণ্ডে বুধবার ‘সুপ্রিম’ শুনানি, উপযুক্ত তদন্ত চেয়ে আবেদন অভয়ার পরিবারের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : আরজি কর কাণ্ডে সোমবারই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের রায়ের দুদিন পরই আরজি কর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে।

গত অগাস্টে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরবর্তীতে এই মামলাটি যায় সিবিআইয়ের হাতে। চিকিৎসক হত্যাকাণ্ডে আর কেউ গ্রেপ্তার হয়নি। পরবর্তীতে এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। বর্তমানে সেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিকে সুপ্রিম কোর্টের পাশাপাশি পৃথকভাবে মামলা চলছিল শিয়ালদা আদালতে। সোমবার সেই মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছিল আরজি করের ঘটনাটি বিরল থেকে বিরলতর নয়। ফলে সঞ্জয়ের সাজায় সন্তুষ্ট হতে পারেনি কোনও পক্ষই।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

এদিকে সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ড নিয়ে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেটা উল্লেখ করে মামলা করা হয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে উপযুক্ত তদন্ত চাওয়া হয়েছে আবেদনে। পরিবারের আবেদনের ভিত্তিতেই কাল সুপ্রিম কোর্টে মামলাটি শোনা হচ্ছে বলে খবর। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আর জি কর মামলা। নিম্ন আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আর জি কর মামলা। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

এদিকে নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট রাজ্য সরকার। রাজ্যের তরফে শিয়ালদা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার পৃথক শুনানি হবে কলকাতা হাই কোর্টে। বুধবার হাই কোর্টেও মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন