Bangla News Dunia, দীনেশ : ২০২৫ সালের ১৮ জানুয়ারি। ১৬২ দিন ধরে যে অপেক্ষা, তার অবসান হবে ১৮ জানুয়ারি অর্থাৎ আগামীকাল। কিসের জন্য অপেক্ষা? তা জানতে গেলে পিছিয়ে যেতে হবে ২০২৪-এর ৯ অগাস্টে। এইদিনে যখন গোটা রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দিকে চোখ রেখেছিল, ঠিক সেইদিনই আরজি কর হাসপাতালের (RG Kar Case) সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের নিথর দেহ। এর পরের গল্পটা সকলের জানা। বলা ভালো ১৬২ দিনের লড়াইয়ের আগামীকাল যবনিকা পতন হবে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
আরজি কর মামলায় নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। এই ৫০ জনের মধ্যে রয়েছেন তরুণী চিকিৎসকের পিতা, সিবিআইয়ের (CBI) তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েক জন সহপাঠী। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে (Sanjay Roy) গ্রেপ্তার করা হয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে শুরু হয়েছিল মামলার শুনানি। গত বছর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল বিচারপ্রক্রিয়া। তার দু’মাস পর রায় ঘোষণা হতে চলেছে আগামীকাল।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
নিম্ন আদালতে আরজি কর মামলার রায় ঘোষণা হবে। তবে সাজা ঘোষণা হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও আদালতের নিয়ম অনুযায়ী কোনও মামলার ক্ষেত্রে প্রথমদিন অভিযুক্ত ‘দোষী’ না ‘নির্দোষ’, সেই রায় ঘোষিত হয়। যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হয়, তবে সাজা ঘোষণা হয় পরদিন। এখন দেখার আরজি কর কাণ্ডে একই দিনে অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে, একই দিনে তার সাজা ঘোষণা হয় কিনা। কারণ পরদিন রবিবার। আদালত ছুটি থাকবে। তাই যদি হয় তাহলে সাজা ঘোষণা হতে পারে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত