আরজি কর কাণ্ড নিয়ে ভুয়ো তথ্য! আইনী পথে হাটার হুঁশিয়ারি ঊষসীর, দেখুন তার ইনস্টাগ্রাম পোস্ট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার জেরে দীর্ঘদিন উত্তাল ছিল শহর থেকে শহরতলি। জেলায় জেলায় চলেছে মিছিল এবং বিভন্ন প্রতিবাদ কর্মসূচি। রাত দখল, ভোর দখল, রাস্তা দখল থেকে মহামিছিল চলেছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। গর্জে উঠেছিল দেশবাসী। এমনকী প্রতিবাদে সরব হয়েছিলেন প্রবাসীরাও। মহিলা চিকিৎসকের মৃত্যুতে সরব হন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।

শুরু থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীরাও। শুধু টলিউড না, সরব হয় বলিউডও। সোশ্যাল মিডিয়ায় বা পথে নেমে ‘জাস্টিস’ চাওয়াতেই শুধু থেমে ছিল না স্টুডিওপাড়া। স্থগিত ছিল একাধিক ছবির টিজার, ট্রেলার মুক্তি। ১৪ অগাস্ট ‘রাত দখল’ কর্মসূচি থেকেই একেবারে সক্রিয়ভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায় ঊষসী চক্রবর্তীকে। বার বার বিভিন্ন প্রতিবাদী মিছিলেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার আরজি কর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হল পর্দার জুন আন্টির নামে। এমনটাই অভিযোগ করে, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন ঊষসী।

 

আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

গত কয়েক দিন ধরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে জড়ানো হয় ঊষসী চক্রবর্তীর নাম। সোশ্যাল পেজে সেই স্ক্রিনশট শেয়ার করে, ভুয়ো পোস্ট নিয়ে সকলকে সতর্ক করে অভিনেত্রী লেখেন, “গত কয়েদিন ধরে হোয়াটস অ্যাপে একটি পোস্ট ঘোরাফেরা করছে  যার নীচে আমার নাম লেখা আছে এবং লেখা  আছে ঊষসী চক্রবর্তীর থেকে সংগৃহীত। পোস্টটির আংশিক স্ক্রিনশট আমি আমার এই পোস্টের নীচে শেয়ারও  করলাম। পোস্টটিতে কিছু মানুষের নাম এবং ছবি আছে এবং বলা হয়েছে এরা সবাই সন্দীপ ঘোষের চ্যালা এবং টাকা দিয়ে গোল্ড মেডেল পেয়েছে ইত্যাদি।  আমি আমার  এই পোস্টের মাধ্যমে জানাতে চাই যে এই  হোয়াটস অ্যাপটির বক্তব্য কোনও ভাবেই আমার নয় । এই পোস্ট বা মেসেজ কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই।”

তিনি আরও লেখেন, ” এই পোস্টে যা যা ইনফরমেশন দেওয়া আছে তা আমি যাচাই করিনি।  এমনকী এই বিষয়বস্তু নিয়ে আমি কোনও পোস্টও করিনি। তথাপি এই পোস্টে আমার নাম বারবার কেন শেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না এব্ং  এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না  তাও বুঝতে পারছি! কেউ বা কারা সম্ভবত‌‌ এই যাচাই না করা পোস্টটি  আমার নামে পোস্ট করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন। আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই।”

ঊষসী লেখেন, “এই পোস্টে অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। আজ‌ এই পোস্টের  মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে, এই পোস্ট এর সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক  নেই। যে বা   যারা এই পোস্টটি  সোশ্যাল মিডিয়া বা  হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাইছেন, তারা দয়া অরে আমার নামটা সরিয়ে করবেন এবং ভবিষ্যতে এরকম আবার‌ কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব।
আমি মনে করি যে বা যারা   এই ধরনের কাজ করছেন , যাচাই না করা কোনও কনটেন্ট অন্যের নামে চালাতে চাইছেন,  তারা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না। অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি।”

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম চেনা মুখ ঊষসী চক্রবর্তী। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টি চরিত্রে অভিনয় করে। যদিও ছোট পর্দায় নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও, রিয়েল লাইফে অভিনেত্রী একেবারে বিপরীত মেরুর মানুষ। নানা কটূকথা, ট্রোলিং হওয়া সত্ত্বেও ‘কেয়ার নট অ্যাটিটিউট’ রেখে সব সময় পজিটিভ থাকার বার্তা দেন তিনি

 

আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন