আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা, বাংলাদেশে থমকে বহু প্রকল্প ! হাল হবে বেহাল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা। এর জেরে অনেক প্রকল্প থমকে গিয়েছে ওপার বাংলায়। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-র সাহায্যে চলা প্রকল্পগুলি অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশে মার্কিন সহায়তায় চলা বিভিন্ন প্রকল্পে অন্তত ২০ হাজার মানুষ কাজ করেন। ট্রাম্পের ঘোষণার পর থেকে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। ট্রাম্পের দপ্তর থেকে বলা হয়েছে, আমেরিকার উন্নতির স্বার্থে যেটা সঠিক, সেটাই করা হবে।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

আপাতত ৯০ দিনের জন্য বাংলাদেশে সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এই তিন মাস ইউএসএইড-এর যাবতীয় সাহায্য খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন। কোনওটি অপ্রয়োজনীয় মনে হলে বাতিলও করে দেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকার অর্থ সাহায্যে চলা প্রকল্পগুলির সঙ্গে যুক্ত বাংলাদেশি কর্মীরা উদ্বেগে।

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন