Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এর আগেই সরব হয়েছিল আরএসএস (RSS)। ফের আরও একবার আরএসএস বাংলাদেশ ইস্যুতে (Bangladesh violence) কড়া পদক্ষেপ নিতে কেন্দ্রের (Centre) উপর চাপ বাড়াল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।
আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?
আরএসএস-এর মুখপাত্র সুনীল আম্বেকর এ প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রের আরও কঠোর চেষ্টা করা উচিত, এবং আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আমি আশা করি যে সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে সহিংসতা বন্ধ করার জন্য অন্য একটি সমাধান বের করুন।’ তিনি বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের ঘটনাকে মুঘল আমলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের মন্দিরে অগ্নিসংযোগ, লুট করা হচ্ছে, মহিলাদের নির্যাতন করা হচ্ছে। যা ঘটছে তাতে প্রত্যেক হিন্দুর ক্ষুব্ধ হওয়া উচিত। শুধুমাত্র ঘটনার নিন্দা করা পর্যাপ্ত নয়। এসবের বাইরে বেরিয়ে উপযুক্ত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’ এরপরই আরএসএস-এর মুখপাত্র দাবি করেন, বাংলাদেশে সহিংসতার উদ্দেশ্যে হল হিন্দু সম্প্রদায়কে উৎখাত করা। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয় পাকিস্তানেও হিন্দুদের উপর নির্যাতন চলছে। আমরা যদি এ বিষয়ে কিছু না করি, তবে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের নীরবতাকে প্রশ্নবিদ্ধ করবে।’
আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার
প্রসঙ্গত, ইউনূস সরকারের শাসনকালে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকা সফরে বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী দিল্লি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা রুখতে পদক্ষেপের আর্জিও জানানো হয় সে দেশের সরকারের কাছে। তবে বারবার শুধুমাত্র আলোচনায় কোনও সমাধান হবে না বলে মনে করছে আরএসএস। এই পরিস্থিতিতে এবার অন্য পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হল আরএসএস-এর তরফে।
আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024