আসছেন না টেলর সুইফট, আদানি-পুত্রর বিয়ে হবে সাদামাটা !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : গৌতম ও প্রীতি আদানির ছোট ছেলে জিৎ আদানির বিয়েতে (Gautam Adani Son’s Wedding) বিয়ের অনুষ্ঠানে আসবেন না মার্কিন পপ তারকা টেলর সুইফট (Taylor Swift)। মঙ্গলবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গৌতম আদানি (Gautam Adani) জানিয়েছেন, ছেলের বিয়ের অনুষ্ঠান হবে সাদামাটা।

আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই 

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে ব্যাপক তারকা সমাবেশ হতে দেখা গিয়েছে। আদানির ছোট ছেলের বিয়েতে তার ছিটেফোঁটাও হবে না। গুঞ্জন রটেছিল বিয়ে উপলক্ষ্যে আসছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। সেই রটনা নস্যাৎ করে দিয়ে আদানি বলেছেন, ‘আমাদের জীবনযাত্রা সাধারণ মানুষের মতো। মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় এসেছে। বিয়ে হবে একেবারে সাবেকি প্রথায়। সাধারণভাবে কোনও সেলিব্রিটি উপস্থিত থাকবেন না। শুধুমাত্র পরিবারের সদস্যরা থাকবেন। বিয়ে ৭ ফেব্রুয়ারি।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক জিৎ আদানির সঙ্গে বিয়ে হচ্ছে হিরে ব্যবসায়ী জৈমিন শার কন্যা দিবা শার। ২০১৯ সালে তিনি আদানি গোষ্ঠীর ব্যবসায় যোগ দেন।

আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন