Bangla News Dunia , পল্লব : নেতাজির জন্ম আছে , মৃত্যু নেই। প্রত্যেক ২৩ জানুয়ারি আসে এবং একবার করে প্রশ্ন তুলে দিয়ে যায় সেই বিমান দুর্ঘটনায় কী সুভাষের মৃত্যু হয়েছিল ? মানুষ বিশ্বাস করলেও বেশিরভাগ মানুষ মানতে চান না। জন্ম হয় গুমনামি বাবা তত্বের। সেই তত্ব কোনও কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনতে চায় না। শুধু ২৩ আসে আর যায়। শুধুই চায়ের পেয়ালায় ঝড় তোলা তর্ক এবং বিতর্ক।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
১৯৪৫, তাইওয়ান। বিমান দুর্ঘটনা। নেতাজির মৃত্যু। খবর ছড়িয়ে দেওয়া হল সর্বত্র। কিন্তু বিশ্বাস করানো গেল না কারণ এমন চোখে ধুলো দেওয়া হাই রিস্ক গেম সুভাষ বহুবার খেলেছেন। তাই তো সুভাষকে বোঝা শক্ত। বিশাল ভাবে ছড়িয়ে যায় সোলমারি আশ্রমে এক সাধু নাকি নেতাজি। সুভাষের খুব ঘনিষ্ঠ পবিত্র মোহন রায় সেখানে বাবাজির সঙ্গে দেখা করে জানিয়ে দেন ইনি সুভাষ নয়। এরপরেই উত্তরপ্রদেশ থেমে আসে গুমনামি বাবার খবর। পবিত্র মোহন বাবু সেখানেও ছুটে যান। দেখা দেননি তিনি।
খুব কম জনের সঙ্গেই দেখা করতেন তিনি। অন্যতম পবিত্র মোহন রায়, দেখা করেছিলেন লীলা রায়ের সঙ্গে। পাশাপাশি তাঁর আরও কিছু অনুগামী তৈরী হয়েছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতেন তিনি। এক তেইশে জানুয়ারি উত্তরপ্রদেশ থেকে সুরেশ বোসের কাছে চিঠি পৌঁছেছিল , যেখানে লেখা ছিল শরৎচন্দ্রের কিছু বই ও কিছু ছবি পাঠিয়ে দেওয়ার আবদার। পাঠিয়ে দিয়েছিলেন দাদা সুরেশ।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
১৯৮৫ সালের ১৬ সেপ্টেম্বর মারা যান গুমনামি বাবা। যদি ধরে নেওয়া হয় উনিই নেতাজি তাহলে তিনি মারা গিয়েছেন ৮৮ বছর বয়সে। অবাক করার মতো ঘটনা হল। গুমনামি বাবার মৃত দেহের কোনও ছবি নেই। কোনও ডেথ সার্টিফিকেটও নেই। বেশিরভাগ মানুষই জানতেন না বাবা জীবিত নেই। খবর জানা যায় ঘটনার ৪২ দিন পর। ২০১৬ সালে বিষ্ণু সহায় কমিশন বলে দেয় যে গুমনামি বাবা আসলে নেতাজির অনুগামী তাই তিনি নেতাজির এত কথা বলতে পারেন।।
কিন্তু তা যদি হয়ে থাকে নেতাজির ভাইঝি গুমনামি বাবার মৃত্যুর পর তাঁর ঘরে গিয়ে এমন এমন সব জিনিস খুঁজে পান যা বোস পরিবারের। দুর্ঘটনার আগে লেখা চিঠি বিখ্যাত হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ বাগেটকে দিয়ে বলতে বলা হয়েছিল দুই হাতের লেখা একই মানুষের কী না। তিনিও বলে দিয়েছিলেন এ লেখা একই মানুষের। কিন্তু বাস্তব ? সে তো অন্য তত্বই দিচ্ছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !