ইউপিএসসি–র পরীক্ষায় টপার বাঙালি সিঞ্চনস্নিগ্ধ, পড়ুন তার সাফল্যের কাহিনী

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউপিএসসি–র ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় দেশে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। সর্বোচ্চ স্তরের গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত সিঞ্চনের পরিবার।

শৈশব থেকে অঙ্ক প্রিয় বিষয় ছিল আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চনের। এক সময়ে অঙ্কই হয়ে ওঠে তাঁর অবসর বিনোদনের অবলম্বন। তাই বলে কখনও ভাবেননি তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। ২০১৩ সালে আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেন ইসমাইল এলাকার বাসিন্দা সিঞ্চন।

পরে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি স্ট্যাটিসটিক্সে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে প্রথমবার সিঞ্চন ইউপিএসসিতে অ্যাপিয়ার করেছিলেন। কিন্তু সে বার সাফল্য আসেনি। তবে হাল না ছেড়ে ফের বসেন পরীক্ষায়। আর তাতেই এসেছে সাফল্য।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

বাংলার সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সিঞ্চনকে। তিনি লিখেছেন, ‘সর্বভারতীয় পরীক্ষায় যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সফল হয় তার জন্য বিশেষ জোর দিয়েছি। এটা তারই ফল। আইএএস এবং আইপিএস পরীক্ষাতেও আমাদের ছাত্ররা ভালো সাফল্য পাচ্ছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এখন ছাত্রছাত্রীদের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।’

শনিবার আসানসোল শহরে শীতের সকালে সিঞ্চনের বাড়িতে গিয়ে দেখা গেল পরিবারে উৎসবের মেজাজ। সাফল্যের পুরো কৃতিত্বই ছেলেকে দিতে চান বাবা প্রদীপ অধিকারী ও মা সুজাতা অধিকারী। সিঞ্চন জানিয়েছেন, তাঁর সাফল্যে তিনি সবসময়ে পাশে পেয়েছেন আসানসোল রামকৃষ্ণ মিশন সমেত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপকদের।

তিনি বলেন, ‘প্রথমবারে না হলেও, হাল ছেড়ে দিতে নেই। লক্ষ্যে অবিচল থাকলে সাফল্য আসবেই। আমি কোনও দিন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব বলে ভাবিনি।’ যোগ করেন, ‘যেখানে পোস্টিং পাব, সেখানেই দায়িত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করব।’ সিঞ্চনের এই সেরার স্বীকৃতিতে উচ্ছ্বসিত আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন প্রধান শিক্ষক গোবিন্দ মহারাজ ও তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

 

 

মন্তব্য করুন