Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও জায়গা পাননি সঞ্জু স্যামসন। এই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। একটি রিপোর্টে জানা গিয়েছে, কোচ গৌতম গম্ভীর দলে রাখতে চেয়েছিলেন সঞ্জুকে। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের পছন্দ অনুযায়ী দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। বিজয় হাজারে ট্রফিতে না খেলার জন্যই নির্বাচকদের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই, তবে তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে কেরালা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে সঞ্জুর বিরুদ্ধে। প্রস্তুতি শিবিরে যোগ না দিয়ে পরে ম্যাচ খেলতে চাওয়ায় বিজয় হাজারে ট্রফির দলে রাখা হয়নি সঞ্জুকে তা জানিয়ছে কেসিএর প্রেসিডেন্ট। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। নির্বাচকদের ইগো সমস্যার জন্যই স্যামসনের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, তা স্পষ্ট জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের
নিজের এক্স হ্যান্ডলে শশী থারুর লেখেন, ‘কেরালা ক্রিকেট সংস্থার সঙ্গে টানাপোড়েনের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। একজন ব্যাটার যার বিজয় হাজারেতে সর্বোচ্চ স্কোর ২১২* এবং ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে গড় ৫৬.৬৬, ক্রিকেট প্রশাসকদের ইগোর সমস্যার কারণে তাঁর কেরিয়ারই এখন শেষের মুখে।’
তিনি আরও বলেন, ‘সঞ্জুকে বাদ দিয়ে কেরালা যে বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালেও পৌঁছায়নি, এই ব্যাপারে নির্বাচকরা চুপ করে আছেন কেন?’ একদিকে সঞ্জুর বিজয় হাজারে না খেলা নিয়ে বোর্ডের তদন্ত, অন্যদিকে শশী থারুরের কড়া সমালোচনা কেরালা ক্রিকেট সংস্থাকে। সবমিলিয়ে আবহাওয়া বেশ গরম ক্রিকেটমহলে।
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে