ইচ্ছাপূরণ হয়নি বলে স্নান করেননি ৩২ বছর ! মহাকুম্ভে নজর কাড়ছেন ৩ ফুট ৮ ইঞ্চির ‘ছোটূ বাবা’

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ৩২ বছর ধরে স্নান করেননি তিনি! এমনটাই দাবি করেছেন প্রয়াগরাজ মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ। আবালবৃদ্ধবনিতা সকলেই পা ছুঁয়ে প্রণাম করছেন ছোটু বাবাকে। আর মুক্তমনে তাঁদের মাথায় হাত রেখে আশীর্বাদ বিলিয়ে চলেছেন তিনিও। তবে মেলার শেষদিন পর্যন্ত এখানে থাকলেও মহাকুম্ভে গঙ্গাস্নানে নামবেন না বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? গঙ্গাপুরি জানিয়েছেন, তাঁর মনের ইচ্ছা নাকি পূরণ হয়নি। তাই ইচ্ছাপূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলেই পণ করেছেন। ‘ছোটু বাবা’-র বয়স ৫৭ বছর। অসমের কামাখ্যা পীঠ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসেছেন তিনি। সঙ্গমের তীরে নিজের তৈরি এক ছাউনিতেই এখন রয়েছেন গঙ্গাপুরী।তবে এখানে আসতে পেরে যে খুব খুশি তিনি, সেকথা কিন্তু জানাতে ভোলেননি ‘ছোটু বাবা’।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন