Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাতে একটা বড় ইট । তাই নিয়ে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ঢুকে একেবারে সোজা টেবিলের কাচ ভাঙল যুবক । ইতিমধ্যেই ওই যুবককে আটক করে এখানে আসার কারণ ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।
জানা গিয়েছে, বুধবার বিকেলে আসানসোলের গার্ডেন এলাকায় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক যুবক ঢুকে পড়ে । আর সেই বাড়ির নিচের তলায় রয়েছে মন্ত্রীর অফিস ঘর । যেখানে মন্ত্রী ও তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে নিজেদের কাজে বসেন ৷ বাড়িতে বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের সঙ্গে দেখাও করেন এই ঘরে । নিরাপত্তার শিথিলতার সুযোগ নিয়ে সেই যুবক একটি বড় ইট নিয়ে মলয় ঘটকের বাড়ির নিচের তলায় অফিস ঘরে ঢুকে যায় এবং সটান গিয়ে সে টেবিলের উপরে জোরে আঘাত করে । যার ফলে টেবিলে রাখা কাচ ভেঙে যায় ।
তবে বুধবার বিকেলে ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক বাড়িতে ছিলেন না । তাঁর স্ত্রী সুদেষ্ণা দোতলায় ছিলেন । শব্দ পেয়ে তিনি নিচে নেমে আসেন । তখনও সেই যুবক বাড়ির বাইরে ইটের টুকরো নিয়ে দাঁড়িয়েছিলেন । মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক বলেন, “বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা ছিল । তা সত্ত্বেও কী ক’রে ওই যুবক বাড়ির মধ্যে ঢুকে গেল বলতে পারব না । আমি এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছি । কারণ ওই ঘরে আমি অনেক সময় বসে থাকি । মন্ত্রী সাহেব নিজেও বসেন । হঠাৎ কীভাবে এক যুবক এখানে ঢুকে গেল বুঝতে পারছি না ।”
অন্যদিকে, ঘটনার খবর জানাজানি হতেই আসানসোল দক্ষিণ থানার বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি থেকে শুরু করে ডিসি সেন্ট্রাল-আসন সকলেই । পাঁচজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক সটান ভিতরে ঢুকে এই কাণ্ড ঘটাল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷
এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, বিকেলে এক যুবক মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সে টেবিলে রাখা কাচ ভেঙে ফেলেছে । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । নিরাপত্তার বিষয়টি নিয়েও রিভিউ করার প্রয়োজন আছে । তদন্ত শুরু হয়েছে ।”
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা