ইডি আধিকারিকের বাড়িতেই সিবিআই তল্লাশি, উদ্ধার তাড়া তাড়া নোট, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইডি অফিসারের বাড়ি থেকে উদ্ধার তাড়া তাড়া নোট! অভিযোগ, ওই ইডি আধিকারিক ঘুষের টাকা বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। একটি পুরনো অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই আধিকারিকের বাড়িতে যায় সিবিআই। সেখানে তল্লাশি চালিয়ে ১ কোটি ১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই টাকাগুলি কোথা থেকে এল? সিবিআই-এর দাবি, টাকার বৈধ কোনও নথি দেখাতে পারেননি ওই ইডি আধিকারিকের পরিবার। ওই ইডি কর্তা পলাতক হলেও গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাইকে। ঘটনাটি হিমাচল প্রদেশের সিমলার।

অভিযুক্ত ব্যক্তি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত। তাঁর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে তিন বছর আগে সিবিআইয়ের চণ্ডিগড় দপ্তরে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ উঠেছিল, এক ব্যক্তির থেকে ঘুষ চেয়েছিলেন ইডি আধিকারিক। যদি সেই অর্থ না দেওয়া হয় সেক্ষেত্রে তাঁকে জেল খাটানোর হুমকিও দেওয়া হয়।

আরো পড়ুন: BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে

সেই ঘটনার তদন্তে নেমেই শুক্রবার সিবিআই তাঁদের সিমলার বাড়িতে পৌঁছয়। সেই সময় ওই ইডি আধিকারিক বাড়িতে না থাকলেও ছিলেন তাঁর ভাই। বাড়ির পাশাপাশি ওই ইডি আধিকারিকের অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর বাড়ি থেকে ১ কোটি ১৪ লাখ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই ইডি আধিকারিকের ভাইকে। ওই অভিযুক্ত ইডি আধিকারিকের খোঁজ শুরু হয়েছে।

ওই ইডি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সিবিআই জানাচ্ছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী হলে তাকে রেয়াত করা হবে না। প্রসঙ্গত, এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

আরো পড়ুন: চেন্নাইয়ের সেরা ৫ হাসপাতালের তালিকা। দক্ষিণ ভারতে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেরা? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন