১ লক্ষ টাকা বেতনে ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, বিস্তারিত দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

job

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরির বাজারে বড় সুযোগ। একাধিক পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। জুনিয়র অপারেটর এবং আরও একাধিক পদে নিয়োগ করছে IOCL। মোট শূন্যপদের সংখ্যা ২৪৬টি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। ৩ ফেব্রুয়ারি থেকে নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হবে।

কোন কোন পদে নিয়োগ?

জুনিয়র অপারেটর: ২১৫

জুনিয়র অ্যাটেনডেন্ট: ২৩

জুনিয়র বিজ়নেস অ্যাসিস্ট্যান্ট: ৮

শিক্ষাগত যোগ্যতা:

IOCL-এর ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে। সেখানেই রয়েছে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, তার তালিকা।

আবেদন করতে খরচ কত?

১. এই পরীক্ষায় আবেদন করতে প্রয়োজন ৩০০ টাকা।

২. তফসিলি জাতি, তফসিলি জনজাতি, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন করতে টাকা লাগবে না

৩. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, মোবাইল ওয়ালেট থেকে ফর্মর টাকা জমা দেওয়া যাবে

কত বেতন?

জুনিয়র অপারেটর (গ্রেড ১): ২৩০০০-৭৮০০০ টাকা

জুনিয়র অ্যাটেনডেন্ট (গ্রেড ১): ২৩০০০-৭৮০০০ টাকা

জুনিয়র বিজ়নেস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩): ২৫০০০-১০৫০০০ টাকা

কী ভাবে আবেদন করবেন?

IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।

হোমপেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে হবে

সেখানেই Apply Online বাটনে ক্লিক করলে নতুন পেজ খুলবে

সেখানেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে জমা দিতে হবে।

এর পরে নিজস্ব অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

এর পরে আবেদনের ফর্ম ফিল-আপ করে যাবতীয় অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

কী ভাবে হবে পরীক্ষা?

জুনিয়র অপারেটর এবং জুনিয়র অ্যাটেনডেন্ট পদে জন্য কম্পিউটার-বেসড টেস্ট হবে। এর সঙ্গেই স্কিল টেস্ট এবং শারীরিক পরীক্ষা হবে। জুনিয়র বিজ়নেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার-বেসড টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। পরীক্ষা ২ ঘণ্টার। পরীক্ষা সংক্রান্ত বাকি সহ তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন