ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য রইল আবারো একটি বিশাল চাকরির সুযোগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (LOCL) এর পক্ষ থেকে শিক্ষানবিশ আইন, ১৯৬১ এর অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা সকল যৌগ্য  প্রার্থীদের আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদন পত্র জমা করতে বলছেন। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তৃত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

LOCL Apprentice Recruitment 2025: বিবরণ

পদের নাম:

  • টেকনিশিয়ান শিক্ষানবিশ
  • , ট্রেড শিক্ষানবিশ
  • স্নাতক শিক্ষানবিশ

শূন্যপদের সংখ্যা: মোট ৩৮২ টি

মাসিক বেতন: এই পদ গুলিতে সিলেক্ট হওয়া সকল প্রার্থীদের বেতন প্রদান করা হবে শিক্ষানবিশ আইন ১৯৬১ অনুযায়ী।

আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (LOCL) এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যেহুতু তিনটি আলাদা পদে নিয়োগ করা হবে। তাই সেই প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

  • টেকনিশিয়ান শিক্ষানবিশ – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে।
  • ট্রেড শিক্ষানবিশ – যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে।
  • স্নাতক শিক্ষানবিশ – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন

এই পদ গুলিতে আবেদন করতে মনোযোগী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া নির্দেশনা গুলি

  • প্রথমে LOCL এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • তারপর নিজের ফোন নাম্বার এ ইমেইল ঠিকানা টাইপ করে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর দেখুন হোম পেজে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিংক রয়েছে সেখানে ক্লিক করুন।
  • তারপর দেখুন একটি পেজ আসবে সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং তারসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর সবকিছু একবার পড়ে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন।

আবেদনের তারিখ:

  • অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হচ্ছে – ২৪/০১/২০২৫
  • অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে – ১৪/০২/২০২৫

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

কিভাবে নির্বাচন করা হবে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (LOCL) এর নির্বাচন প্রক্রিয়াটি নিচের তিনটি পর্যায়ের মাধ্যমে করা হবে।

  • শিক্ষাগত যোগ্যতার নম্বর দেখে একটি শর্ট লিস্ট।
  • সেই শর্ট লিস্ট অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট যাচাই।
  • এরপর সর্বশেষ একটি মেডিক্যাল পরীক্ষা।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com
ট্রেড শিক্ষানবিশ Apply online
টেকনিশিয়ান ও স্নাতক শিক্ষানবিশ Apply online

 

আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের

আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন