Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সকল চাকরী প্রার্থীদের জন্য রইল ফের একটি বিশাল চাকরির সুযোগ। ইন্ডিয়ান মার্চেন্ট নেভি এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে তারা কুক ডেকোরেটিং সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চাইছেন। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জানতে চাইলে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Indian Marchent Nevy Recruitment 2024: বিবরণ
পদের নাম:
- ডেকোরটিং – ৩৯৯ টি
- ইঞ্জিন রেটিং – ২০১
- নাবিক – ১৯৬ টি
- ইলেকট্রিশিয়ান – ২৯০ টি
- ওয়েল্ডার – ৭০ টি
- মেস বয় – ১৮৮ টি
- রান্না – ৪৬৬ টি
মাসিক বেতন:
- ডেকোরটিং – ৫০,০০০/- টাকা থেকে r৮৫,০০০/- টাকা
- ইঞ্জিন রেটিং – ৪০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা
- নাবিক – ৩৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৫,০০০/- টাকা
- ইলেকট্রিশিয়ান। – ৬০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০/- টাকা
- ওয়েল্ডার – ৫০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,০০০/- টাকা
- মেস বয় – ৪০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা
- রান্না – ৪০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মার্চেন্ট নেভি নিয়োগ ২০২৫ এর মাধ্যমে যেহুতু সাত টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হয়। তাই সেই প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- ডেকোরটিং – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
- ইঞ্জিন রেটিং – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
- নাবিক – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
- ইলেকট্রিশিয়ান – যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
- Welder – যে কোনো একটি আর্টিকেল বোর্ড থেকে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
- মেস বয় – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
- রান্না – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন
ইন্ডিয়ান মার্চেন্ট নেভির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন অনলাইন। তাই আপনি যদি আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করুন।
প্রথমেই এই প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন। এরপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে দরকারি দস্তাবেজ গুলি স্ক্যান করে আপলোড করুন। তারপর আপনার কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করুন। এরপর সর্বশেষে সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আবেদন ফি: সকল প্রার্থীদের জন্য – ১০০/- টাকা
আবেদনের তারিখ:
- আবেদন প্রক্রিয়া শুরু – ০৬/০১/২০২৫ তারিখে
- আবেদন প্রক্রিয়া শেষ – ১০/০২/২০২৫ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া
ইন্ডিয়ান মার্চেন্ট নেভি নিয়োগ ২০২৫ এর নির্বাচন প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সীমাবদ্ধ।
প্রয়োজনীয় লিঙ্ক
আবেদন লিংক | Apply now |
অফিসিয়াল ওয়েবসাইট | indianmerchantnavy.com |
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025