Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুরস্কৃত হলো মালদার মারুফ হোসেন। এই খুদে মাত্র পাঁচ বছর বয়সেই উল্টো ভাবে অনর্গল বলতে পারে ইংরেজি বর্ণমালা, সংখ্যা এবং মাসের নাম। তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। সন্তানের এই সাফল্যে স্বভাবতই খুশি মা এবং বাবা।
জানা গিয়েছে, মারুফ হোসেন পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডি এলাকার বাসিন্দা। তাঁর বাবা মাসিদুর হোসেন পেশায় ল-ক্লার্ক এবং মা মণি খাতুন গৃহবধূ। তাঁদের একমাত্র ছেলে মারুফ মাত্র ৪৭ সেকেন্ডে উল্টো ভাবে অক্ষর, সংখ্যা এবং মাসের নাম বলতে পারে। পাশাপাশি বিভিন্ন ফল, ফুল, পশু, পাখি নাম কোনওটাই তার অজানা নয়।
ছেলের এই প্রতিভার কথা প্রথম জানতে পারেন মা মনি। তিনিই গত অক্টোবর মাসে অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ আবেদন জানান। এর পর গত ডিসেম্বর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর পক্ষ থেকে মারুফকে শংসাপত্র, মোমেন্টো এবং আর্থিক অনুদান দিয়ে পুরস্কৃত করা হয়।
মারুফের মা বলেন, ‘অল্প বয়স থেকেই ছেলের বিভিন্ন রকম প্রতিভা দেখে ওকে ধীরে ধীরে গড়ে তুলি। গত অক্টোবর মাসে দিল্লির ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামে একটি সংস্থার কথা জানতে পারি। এর পর সব দিক খতিয়ে দেখে ছেলের এই প্রতিভার বিষয়টির একটি ভিডিয়ো করে ওই সংস্থায় পাঠাই। তাঁরা গত ডিসেম্বর মাসে ভিডিয়ো কল করে ছেলের পরীক্ষা নেন।’ তিনি আরও জানিয়েছেন, ডিসেম্বর মাসেই মারুফকে পুরস্কৃত করা হলেও পুরস্কার বাড়িতে এসে পৌঁছয় জানুয়ারি মাসে। স্বভাবতই মালদার এই একরত্তির সাফল্যে খুশি পরিবার থেকে পাড়া-প্রতিবেশী সকলেই।
আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন
আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক