‘ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও….’, কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে বড় দাবি করলেন অমিত শা

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ‘ইন্দিরা গান্ধি স্বর্গ থেকে নেমে এলেও কাশ্মীরে ৩৭০ ধারা  ফিরিয়ে আনা হবে না।’, মহারাষ্ট্রে এক নির্বাচনি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Sah)।  জ্ম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের (Congress-National Conference) সরকার গঠনের পর থেকেই এই দাবি উঠতে শুরু করেছে। কাশ্মীর বিধানসভায় এনিয়ে প্রস্তাবও পাশ করেছেন নতুন সরকার। তারপরই এই দাবির প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন অমিত শা। এদিন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডেকেও কটাক্ষ করেন শা। শিণ্ডে বলেছিলেন, শ্রীনগরের লালচক সফরের সময় ভয় পেয়েছিলেন শা। তার পালটা দিয়ে অমিত শা এদিন বলেন, ‘শিণ্ডেজি আপনি নাতি-নাতনিদের নিয়ে কাশ্মীর ঘুরে আসুন, আপনার কোনও ক্ষতি হবে না।’ যদিও এর আগেও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো নিয়ে মন্তব্য করেছেন অমিত শা। কয়েকদিন আগে মহারাষ্ট্রের এক প্রচার সভায় শা জানিয়েছিলেন, ‘রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্মও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে পারবে না।’

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

শুধু অমিত শাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৩৭০ ধারা (Article 370) ফেরানোর দাবি তোলায় কংগ্রেসের সমালোচনা করেছেন। পুণেতে এক সভায় তিনি ৩৭০ ধারা ফেরানোর দাবিকে ‘পাকিস্তানের ভাষ্য’ বলে তোপ দেগেছেন। মোদি দাবি করেছেন, ৩৭০ ধারাকে মাটির গভীরে পুঁতে দেওয়া হয়েছে। ২০১৯ সালের ৫ অগাস্ট মোদি সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেয়। ৩৭০ ধারায় কাশ্মীরকে সীমিত পর্যায়ে স্বশাসন দেওয়া হয়েছিল। তবে জম্মু-কাশ্মীরে সদ্যসমাপ্ত নির্বাচনে ওমর আবদুল্লার সরকার ক্ষমতায় এসেই ৩৭০ ফেরানোর দাবিতে তদ্বির শুরু করে।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন