Bangla News Dunia, Pallab : রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন CPIM-এর পলিটব্যুরো সদস্য এ বিজয়রাঘবন। তাঁর দাবি, ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে ওয়েনাড়ে জিতেছেন গান্ধী ভাই-বোন। একইসঙ্গে কেরালার এই CPIM নেতার প্রশ্ন, মুসলিম সাম্প্রদায়িক জোটের সমর্থন ছাড়া কি আদৌ নির্বাচন জেতার ক্ষমতা রাখেন রাহুল-প্রিয়াঙ্কা?
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
ওয়েনাড়ের বাথেরিতে CPIM-এর পার্টি সম্মেলন চলছে। সেখানে ভাষণ দেওয়ার সময় এ বিজয়রাঘবন বলেন, ‘ওয়েনাড়ে রাহুল এবং প্রিয়াঙ্কা দু’জনেই জিতেছেন। কিন্তু তাঁরা কার সমর্থনে দিল্লি পৌঁছলেন? ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থন ছাড়া কি সংসদে যেতে পারতেন রাহুল-প্রিয়াঙ্কা?’
প্রসঙ্গত, এর আগে কেরালার মুখ্যমন্ত্রী তথা CPIM-এর পলিটব্যুরোর আর এক সদস্য পিনারাই বিজয়নও খানিক এমনই সুরে কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, ‘জামাত-ই-ইসলামির সমর্থনে নির্বাচনে লড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।’ পিনারাই বিজয়নের এ হেন দাবির পর কেরালায় বাম ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা।