ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ, ঘটনা কি? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

EastBengal

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ওডিশার কাছে ঘরের মাঠে হেরে ফের কিছুটা চাপে অস্কার ব্রুজোর টিম। এর মধ্যেই আবার বৃহস্পতিবার যুবভারতীর ম্যাচে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে তাঁদের ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ জানাল ওডিশা এফসি।

শুক্রবার ওডিশার সরকারি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাঁদের ব্রাজিলীয় ফুটবলার দিয়েগো মাউরিসিও সম্প্রতি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। যদিও এই পোস্টে কোথাও স্থান, কাল, পাত্রের কথা বলা হয়নি।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

বলা হয়েছে, সমাজ ও খেলার সম্পুূর্ণ বিরোধী হল বর্ণবৈষম্য। মাউরিসিও এমন মন্তব্যের শিকার হয়ে বেশ ভেঙে পড়েছেন। ক্লাব তাঁকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ম্যাচে মাউরিসিওকে ফাউল করার জন্য ইস্টবেঙ্গলের জিকসন সিং লাল কার্ড দেখেন ম্যাচের ৪৩ মিনিটে। লাল হলুদ ভক্তরা মনে করেন, মাউরিসিও প্লে–অ্যাক্টিং করেছেন। তার জন্য তাঁরই কার্ড দেখা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। আর তাই মাউরিসিও যখন মাঠের ধারে যান, তখন তাঁর উদ্দেশে গ্যালারি থেকে কটুক্তি উড়ে আসে। যা বর্ণবিদ্বেষমূলক। সে সময় গ্যালারির দিকে তাকিয়ে মাউরিসিওকে প্রতিবাদ করতেও দেখা গিয়েছিল। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত এআইএফএফ কোনও পদক্ষেপ নেয়নি।

এ দিকে, ইস্টবেঙ্গলের তিন বিদেশি ফুটবলার এখন চোটের তালিকায়। ১৭ ডিসেম্বর ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাঁদের ক’জনকে পাওয়া যাবে? টিম ম্যানেজমেন্টের খবর, মিডফিল্ডার সল ক্রেসপোর পক্ষে চলতি মাসে আর নামাই সম্ভব নয়। মাধি তালালের চোট এখনও পরিষ্কার বোঝা যায়নি। তবে স্ট্রাইকার দিয়ামান্তাকোস অনেকটাই ফিট। পাঞ্জাব ম্যাচে তাঁকে হয়তো শুরু থেকেই দেখা যাবে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন