উইন্ডোই নেই ‘উইন্ডো সিট’-এ ! আকাশপথে জানালা বিভ্রাট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : বিমানযাত্রা করার সময় নিজেদের পছন্দের সিট বুক করে থাকি আমরা অনেকেই। বিমানের জানলা দিয়ে হাজার হাজার ফিট উপর থেকে মেঘের ভেতর দিয়ে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার লোভে অনেকেরই নজর থাকে প্লেনের উইন্ডো সিটের দিকে। সম্প্রতি ইন্ডিগো বিমানের এক যাত্রীও এই একই রকম ইচ্ছা নিয়ে বুক করেছিলেন উইন্ডো সিট। কিন্তু বিমানযাত্রার সময় নিজের উইন্ডো সিটে বসে কোনও উইন্ডোই নজরে পড়ল না তাঁর, বদলে মিলল বিমানের নিরেট দেওয়াল। আর নিজের এই অভিজ্ঞতার একটি ছবি তুলে সেটা তিনি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল।

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

জানা গিয়েছে, প্রদীপ মুথু নামের ওই যাত্রী স্টার স্পোর্টস(তামিল)-এর একজন ক্রিকেট কমেন্টেটর। নিজের এক্স হ্যন্ডেলে সম্প্রতি তিনি নিজের সিটের যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর ‘উইন্ডো সিট’-এর পাশে যেখানে ‘উইন্ডো’ থাকার কথা সেখানে রয়েছে বিমানের নিরেট দেওয়াল। পোস্টটিতে তিনি লেখেন, “আমি উইন্ডো সিটের জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু কোথায় সেই উইন্ডো।”

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

তাঁর করা এই ট্যুইট নিমেষের মধ্যে নজর কাড়ে লাখো নেটিজেনের। কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করতেও কার্পন্য করেননি তাঁরা। একজন লিখেছেন, ইন্ডিগো-র এই সিটগুলির নতুন নাম রাখা উচিত, ‘ওয়াল সিট’। এমনকি ড্রিল মেশিন এবং হাতুড়ি নিয়ে সেই যাত্রীকেই নিজের উইন্ডো সিটের ‘জানালা’ নিজেই বানিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন একজন। তবে ওই যাত্রীর এই অসুবিধার জন্য বিমান সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন অনেকেই। ইন্ডিগো-র তরফ থেকেও এই ট্যুইটের প্রতিক্রিয়া দিয়ে ওই যাত্রীকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন তাঁর অভিযোগ সরাসরি তাঁদের কাছে জানান, নিজের যাত্রার সম্পূর্ণ বিবরণ দিয়ে।

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন