উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত পরিবর্তন নিয়ে বড় খবর। পড়ুয়ারা আজই জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

exam

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিক্ষার্থী জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025). পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে এই পরীক্ষা সঞ্চালন করা হয়ে থাকে। আর এই পরীক্ষার ফলের ওপরেই নির্ভর করে যে পড়ুয়ারা আগামীদিনে কোন শিক্ষা সংস্থায় পড়াশোনা করার জন্য অংশ গ্রহণ করবে এবং নিজেদের ভবিষ্যতে কত উন্নতি করতে পারবে।

HS Exam 2025 Routine Change

এই বছর থেকেই উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার সূচনা পর্ব। এত বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2025) নিয়ম বদলে গিয়ে নতুনভাবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা (Semester Exam) দেওয়ার জন্য এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছে। এর মধ্যে আবার সংসদ তরফে জানা গেল উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার সময় সূচী কিছুটা পরিবর্তন করা হয়েছে।

 

আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫

২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছে তারা এই বছর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসবে। উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী বছর ২৩ মার্চ থেকে। উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার সাথে সাথে চলবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা (HS Exam 2025). তবে সংসদ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় সূচি দেওয়া হয়েছিল তা কিছুটা পরিবর্তন করা হয়েছে।

HS Exam রুটিন পরিবর্তন!

এই বিষয়ে সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council for Higher Secondary Education) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে দুপুর ২ টা থেকে এবং চলবে বিকেল ৪ টা পর্যন্ত। তবে বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা যেমন মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং ভোকেশনাল এই বিষয়ে পরীক্ষা গুলো দুপুর দুটো থেকে শুরু হবে কিন্তু ৩.১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে (HS Exam 2025).

অন্যদিকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই বছর প্রথম উচ্চমাধ্যমিকে সেমিস্টার (HS Exam 2025) পদ্ধতি পরীক্ষা দেবে তাদের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা সঞ্চার করার কথা বলাই যায়। কারণ এত বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা একবারই হতো।

তবে কলেজের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সারা বছর ধরে চলবে (HS Exam 2025). এর ফলে সারা বছর ধরে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা পরীক্ষার পরিবেশ থাকছে। উচ্চমাধ্যমিকে সেমিস্টার পরীক্ষার এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় সূচি পরিবর্তন করার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রত্যেকটি স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে।

 

বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন