Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতি বছর আমাদের মনে একটি আশা জাগিয়ে তোলে, বিশেষ করে যারা চাকরির আশায় থাকেন। তাই এই বছরের শুরুতেই নিয়ে হাজির হল কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে প্রার্থীরা কেবলমাত্র উচ্চমাধ্যমিক পাশ অর্জন করলেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে সব কিছু ডিটেইল জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Kolkata Metro Group C Recruitment 2025: বিবরণ
পদের নাম: কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে প্রার্থীদের গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: মোট ০২ টি শূন্যপদ রয়েছে
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা উল্লেখিত পদে চাকরিতে যোগ দেবে তাদের মাসিক লেভেল ৭ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
কী কী যোগ্যতা প্রয়োজন (Kolkata Metro Group C Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন (Kolkata Metro Group C Recruitment 2025 Ofline Apply Process)
আগ্রহ প্রার্থীরা গ্রুপ সি পদে আবেদন করতে পারবেন, অফলাইন মোডে, তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।
ফর্ম ডাউনলোড করুন: কলকাতা মেট্রো রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম ডাউনলোড করুন।
প্রিন্ট আউট করুন: A4 সাইজের প্রিন্ট আউট বের করুন।
আবেদনপত্র পূরণ করুন: নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন: শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, অভিজ্ঞতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করুন।
আবেদন ফি : এরপর নিজের ক্যাটাগরি অনুযায়ী ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করুন
আবেদনপত্র প্রেরণ করুন: আবেদনপত্রটি নির্ধারিত ঠিকানায় পাঠান। ঠিকানাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।
আবেদন ফি: সংরক্ষিত প্রার্থীদের জন্য – ৩৫০/- টাকা অসংরক্ষিত প্রার্থীদের জন্য – ৫০০/- টাকা
আবেদনের তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু – ৩১/১২/২০২৪ তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ৩১/০১/২০২৫ তারিখ
আবেদন পত্র জমা করার ঠিকানা: এই নিয়ে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
নির্বাচন প্রক্রিয়া (Kolkata Metro Group C Recruitment 2025 Selection Process)
কলকাতা মেট্রো রেলের গ্রুপ সি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | www.kmrc.in |
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025