উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন একাডেমিতে চাকরির সুযোগ! শূন্যপদ রয়েছে ৮৬৩ টি, জেনে নিন আবেদন পদ্ধতি

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- Union Public Service Commission Recruitment 2024-2025: ভারতের সকল উচ্চমাধ্যমিক পাশ ও ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের জন্য চাকরির দারুন সুখবর। গত এক-দুদিন আগে ইউপিএসসি তথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে এয়ার ফোর্স একাডেমি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি ছাড়াও আরো বেশ কয়েকটি একাডেমিতে কর্মী নিয়োগ করা হবে প্রায় ৮০০ জনেরও বেশি।তবে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। তাহলে ভারতের যেসব নাগরিকরা এখানে অর্থাৎ UPSC এর পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহ তারা শীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

UPSC Recruitment 2024: বিবরণ

পদের নাম, শূন্যপদের সংখ্যা: UPSC এর মাধ্যমে প্রার্থীদের যেসব পদে নির্বাচিত করা হবে সেসব পদের নাম ও শূন্যপদের সংখ্যা নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • ইন্ডিয়ান নেভাল একাডেমি: মোট ৩২ টি শূন্যপদ
  • ইন্ডিয়ান মিলিটারি একাডেমি: মোট ১০০ টি শূন্যপদ
  • এয়ার ফোর্স একাডেমি: মোট ৩২ টি শূন্যপদ
  • নেভাল একাডেমি (10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম): মোট ৩৬ টি শূন্যপদ
  • অফিসার্স ট্রেনিং একাডেমি: মোট ২৯৬ টি শূন্যপদ
  • জাতীয় প্রতিরক্ষা একাডেমি (বিমান বাহিনী): মোট ১২০ টি শূন্যপদ
  • জাতীয় প্রতিরক্ষা একাডেমি (নৌবাহিনী): মোট ৪২ টি শূন্যপদ
  • জাতীয় প্রতিরক্ষা একাডেমি (সেনা): মোট ২০৮ টি শূন্যপদ

 

যোগ্যতার মানদণ্ড (UPSC Recruitment 2024-2025)

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে উচ্চমাধ্যমিক পাশ, বি.টেক, ও ডিগ্রি কমপ্লিট করতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদনকারী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

তার জন্য প্রথমে ইউপিএসসি এর অফিসিয়াল পোর্টালে (upsc.gov.in) ভিজিট করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যাবেন। তারপর অনলাইনের মাধ্যমে আবেদনকারীর দরকারি তথ্যসমূহ দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। তারপর দরকারি নথি গুলো সাইজ অনুসারে আপলোড করবেন। সর্বশেষে অ্যাপ্লিকেশন ফী জমা দিবেন এবং পাশে থাকা সাবমিট বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।

অ্যাপ্লিকেশন ফী: এখানে আবেদনের জন্য এসটি, এসসি ও মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফী চাওয়া হয়নি। এবং বাকি অন্যান্য প্রার্থীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফী চাওয়া হয়েছে মাত্র ২০০/- টাকা। অ্যাপ্লিকেশন ফী অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

আবেদন তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১১/১২/২০২৪, শেষ তারিখ হল ৩১/১২/২০২৪ এবং পরীক্ষার তারিখ হল ১৩/০৪/২০২৫।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, মনস্তাত্ত্বিক যোগ্যতা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

আবেদন লিঙ্ক Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in

 

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

মন্তব্য করুন