Bangla News Dunia, বাপ্পাদিত্য:- NIA Recruitment 2024 : কেন্দ্র সরকারের জাতীয় তদন্তকারী সংস্থা তথা NIA নিয়ে এলো দেশের সমস্ত বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য আবারো নতুন একটি দুর্দান্ত চাকরির খবর। যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেমন ধরুন স্টেনোগ্রাফার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদ।
এক নজরে
এখানে সমস্ত চাকরিপ্রার্থীদের জাতীয় তদন্তকারী সংস্থার অফিসের ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। আমরা এই প্রতিবেদনে NIA এর তরফ থেকে প্রকাশিত সমস্ত তথ্য, যেমন ধরুন – পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করেছি, যেটা এখানে আবেদনকারী সমস্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে ।
পোস্ট তারিখ (Post Date) :
NIA এর তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 25শে নভেম্বর তারিখে ।
পদের নাম (Post Name) :
NIA এর তরফ থেকে এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে নিম্নে উল্লেখিত সমস্ত পদে –
1.Assistant
2.Stenographer Grade I & II
3.Upper Division Clerk (UDC)
4.Lower Division Clerk (LDC) ।
Elgibility Criteria for NIA Vacancy :
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তবে কিছু কিছু পরের ক্ষেত্রে উচ্চ যোগ্যতারও প্রয়োজন আছে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে 19,900 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদ রয়েছে 67টি ।
How to Apply NIA Recruitment 2024 :
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে তাদের আবেদন সাবমিট করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে আবেদন করার অফিসিয়াল ফর্মটি ডাউনলোড করে নিতে। ডাউনলোড করেছি এটাকে প্রিন্ট করে নিয়ে সমস্ত রকম তথ্য সহকারে সেটিকে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় নথি সহযোগে একটি খামে ভরে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (Address of Application Form Submission) :
SP (ADM), NIA Hqrs, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003 ।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ এর উপর ভিত্তি করে এখানে নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date) :
এখানে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে আগামী 24শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।