Bangla News Dunia, দীনেশ :- উত্তরপ্রদেশে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা, কাকা ও ঠাকুরদার বিরুদ্ধে। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নির্যাতিতা। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মোতাবেক, ওই কিশোরীর ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল তার বাবা, কাকা ও ঠাকুরদা। পরিবারের লোকেদের দ্বারা ধর্ষণের শিকার কিশোরী সম্প্রতি এক আত্মীয়াকে বিষয়টি খুলে বলে। শুক্রবার নির্যাতিতা বিধুনা থানায় লিখিত অভিযোগ জানায়। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার অলোক মিশা জানিয়েছেন। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েক মাস ধরে ওই কিশোরীকে ধর্ষণ করা হচ্ছে, এই মর্মে অভিযোগে দায়ের হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে। সে দুই মাসের অন্তঃসত্ত্বা। ধৃতদের এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না