Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি দক্ষিণ ভারতের জামাই। ৮০-র দশকে সিনেমা জগতে তাঁর হাতেখড়ি হয়েছিল দক্ষিণী ছবির রিমেক বানিয়েই। সেই বনি কাপুরের মুখে এখন শোনা যাচ্ছে দক্ষিণী চলচ্চিত্র বিরোধী কথা। বলাই বাহুল্য, তাঁর আলটপকা মন্তব্যে বেজায় চটেছেন দর্শক। ইন্টারনেট ট্রোলের কেন্দ্রবিন্দু এখন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর।
সম্প্রতি চলচ্চিত্র সংক্রান্ত একটি আলোচনায় অংশ নিয়েছিলেন প্রযোজক বনি কাপুর ও নাগা ভামসি। আলোচনার বিষয় ছিল, ‘বলিউডে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রভাব’। আর সেই আলোচনা থেকেই শুরু হয় বিতর্ক। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচনায় প্রযোজক নাগা ভামসির যুক্তি, ‘আরআরআর’ এবং ‘বাহুবলী’র মতো বিগ বাজেটের ছবির দেশজুড়ে মুক্তি, বলিউডের তথাকথিত ‘মাস-এন্টারটেনমেন্ট’-এর সংজ্ঞা বদলে দিয়েছে।
পাশাপাশি তাঁর দাবি, দক্ষিণী চলচ্চিত্র বলিউডকে নতুন জীবন দিয়েছে। আর এতেই ক্ষুব্ধ হন বনি। পরিবর্তে তিনি বলিউডের বিশ্বব্যাপী প্রভাবকে বেশি গুরুত্ব দেন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রতি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অনুরাগ নিয়েও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
বিতর্ক চলতে চলতেই বনিকে তাঁর নিজের ট্র্যাক রেকর্ড মনে করিয়ে দেন নাগা। তাঁকে যারপরনাই সমর্থন জানিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আধুনিক দর্শক ও বিশ্বব্যাপী বলিউডি ছবির আধিপত্য নিয়ে বনির চিন্তাভাবনাকে ‘কল্পনাতীত’ বলে ব্যঙ্গ করেছেন এক ব্যবহারকারী। আর একজন আবার বনির ট্র্যাক রেকর্ড মনে করিয়ে দিয়েছেন। দক্ষিণী ছবির রিমেক ‘ওয়ান্টেড’ কীভাবে বনির মুখ থুবড়ে পড়া আর্থিক পরিস্থিতি সামলেছিল, তাও মনে করিয়ে দেন তিনি। এখানেই থেমে নেই বিষয়টা। অনেকে তাঁর মেয়ে জাহ্নবী কাপুর অভিনীত সাম্প্রতিক দক্ষিণী হিট সিনেমা ‘দেবারা’ নিয়েও মন্তব্য করতে ছাড়েননি।
‘দেবারা পার্ট ১’ জাহ্নবী কাপুরের প্রথম দক্ষিণ ভারতীয় ছবি। ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে। ছবির বক্স অফিস কালেকশন বেশ ভালো। অন্যদিকে বনি কাপুর প্রযোজিত শেষ বলিউড ছবি ‘ময়দান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ১৯৮০ সালে মুক্তি পাওয়া বনি কাপুর প্রযোজিত প্রথম ছবি ‘হাম পাঁচ’ ছিল কন্নড় ছবি ‘পরুভারল্লি পন্ডভারু’-র রিমেক। দ্বিতীয় ছবি ‘উও সাত দিন’ ছিল তামিল ছবি ‘অন্ধা ৭ নাটকল’-এর রিমেক। এছাড়াও ‘লোফার’, ‘সির্ফ তুম’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘কোই মেরে দিল সে পুছে’, ‘খুশি’, ‘রান’, ‘ওয়ান্ডেট’ ইত্যাদি একাধিক রিমেক ছবি রয়েছে প্রযোজক বনি কাপুরের ঝুলিতে।
নাগা ভামসির সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘লাকি ভাস্কর’ ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025