উদ্ধারের পরও শেষ রক্ষা হল না, কুয়োয় পড়ে ৩৩ ঘণ্টা আটকে থাকা তরুণীর মৃত্যু হাসপাতালে

By Bangla News Dunia Dinesh

Published on:

breaking , mormantik

 

Bangla News Dunia, দীনেশ : সোমবার গুজরাটের (Gujarat) কচ্ছ জেলায় ৫৪০ ফুট গভীর কুয়োয় (Deep borewell) পড়ে গিয়েছিলেন ১৮ বছরের এক তরুণী। অবশেষে টানা ৩৩ ঘণ্টার প্রচেষ্টার পর মঙ্গলবার তাঁকে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু প্রাণরক্ষা করা সম্ভব হল না। অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধারের পরই তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

জানা গিয়েছিল, কান্দেরাই গ্রামে ৫৪০ ফুট গভীর ওই কুয়োর ৪৯০ ফুটে আটকে ছিলেন তরুণী। প্রথমে একজন প্রাপ্তবয়স্কের গভীর কুয়োয় পড়ে যাওয়ার বিষয়টি মানতে চাননি প্রশাসনের আধিকারিকরা। পরে কুয়োর ভেতরে ক্যামেরার মাধ্যমে তরুণীর উপস্থিতি নিশ্চিত করেন তাঁরা। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল তাঁকে। কিন্তু কুয়োটি মাত্র ১ ফুট চওড়া হওয়ায় সেখান থেকে ওই তরুণীকে বের করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। স্থানীয় পুলিশ, দমকলকর্মীদের পাশাপাশি এনডিআরএফ (NDRF) ও বিএসএফ-র (BSF) সহায়তায় ওই তরুণীকে বের করে আনা হয়। তারপর দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না ওই তরুণীকে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছিল দেশবাসী। টানা ১০ দিন রাজস্থানের ৭০০ ফুট গভীর কুয়োয় আটকে ছিল বছর তিনেকের চেতনা। কিন্তু গত ১ জানুয়ারি দীর্ঘ প্রচেষ্টার পর তাকে কুয়ো থেকে বের করে আনা সম্ভব হলেও প্রাণে বাঁচানো যায়নি।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন