Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 2024 সালে ‘নানহে ফরিস্তে’ অভিযান চালিয়ে 967 জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) । পূর্ব রেলের বিভিন্ন স্টেশন চত্বর থেকে এই শিশুদের উদ্ধার করা হয়েছে ৷ বুধবার এই তথ্য প্রকাশ করেছে রেল বোর্ড ।
রেল বোর্ডের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, আরপিএফ 2024 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত ‘নানহে ফারিস্তে’ অভিযান চালিয়ে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন চত্বর থেকে 967 জন শিশুকে উদ্ধার করেছে । উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির কাছে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
এই অভিযানে পথশিশু থেকে শুরু করে মানসিক ভারসাম্যহীন কিংবা বিশেষভাবে সক্ষম শিশু, অপহৃত কিংবা পাচার হয়ে যাওয়া এবং নিখোঁজ হওয়া শিশুদের উদ্ধার করা হয় । গত বছর মোট উদ্ধার হওয়া শিশুদের মধ্যে 642 জন বালক এবং 325 জন বালিকা রয়েছে । প্রসঙ্গত, হাওড়া ডিভিশন থেকে 329 বালককে এবং 140 জন বালিকাকে উদ্ধার করা হয়েছে । শিয়ালদা ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে 53 জন বালক এবং 44 জন বালিকাকে । আসানসোল ডিভিশন থেকে উদ্ধার হয়েছে 117 জন বালক এবং 65 জন বালিকা । 143 জন বালক এবং 76 জন বালিকাকে উদ্ধার করা হয়েছে মালদা ডিভিশন থেকে ।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025