‘উন্নয়ন ও সুশাসনের জয়’, মহারাষ্ট্রে সরকার গড়তেই বার্তা মোদির

By Bangla news dunia Desk

Published on:

modi

 

Bangla News Dunia, দীনেশ :- মহারাষ্ট্রে জয়জয়কার বিজেপি জোটের (Maharashtra Assembly Election)। সে রাজ্যের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত এককভাবে সবথেকে বেশি আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। আর ‘মহাজুটি’র (Mahayuti) জয় কার্যত নিশ্চিত হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার এক্স হ্যান্ডেলে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন তিনি।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লেখেন, ‘উন্নয়নের জয়, সুশাসনের জয়। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাব আমরা। মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের যারা এনডিএ-র জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন। এই স্নেহ এবং ভালোবাসা অতুলনীয়।’ তিনি আরও লেখেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র।’ পাশাপাশি প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের সমর্থন ও প্রচেষ্টার জন্য ধন্যবাদও জানান। তিনি লেখেন, ‘দলীয় কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, জনগণের সঙ্গে মিশেছেন এবং আমাদের সুশাসনের এজেন্ডা বিশদভাবে তুলে ধরেছেন।’

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

মহারাষ্ট্রে ‘মহাজুটি’ বিরাট জয়ের পথে। এটি ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩৩টিতে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি ৯৮টি আসনে জয়ী হয়েছে। ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট ৫০টি আসন পেতে পারে। তবে ঝাড়খণ্ডে ব্যর্থ বিজেপি। যদিও সেরাজ্যের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন মোদি। তিনি লিখেছেন, ‘আমাদের সমর্থন করার জন্য ঝাড়খণ্ডের জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমরা জনগণের সমস্যা উত্থাপন করব, রাষ্ট্রের কাজ করতে সর্বদা অগ্রণী থাকব।’ পাশাপাশি হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা দলকে শুভেচ্ছাও জানান তিনি।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন