উপস্থিত বুদ্ধি বাঁচাতে পারে কুরিয়ার স্ক্যাম থেকে, কী ভাবে সতর্ক হবেন? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কিছুদিন আগে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল কলকাতার এক যুবকের সঙ্গে। তিনি অনলাইনে কিছু অর্ডার না দেওয়া সত্ত্বেও তাঁর কাছে একটি ফোন আসে। সেই সব ফোন কলে ওই যুবককে জানানো হয়, তাঁর নামে একটি বই এসেছে। সেটির ডেলিভারি নিতে চাইলে মোবাইলে আসা ওটিপি বলতে হবে। এমন ফোন পেয়ে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান তিনি।

ডেলিভারিম্যানকে বিষয়টি জানাতেই তিনি বলেন, ‘কোনও ভুল হয়ে গিয়েছে হয়তো। অন্য একজনের ওটিপি আপনার কাছে চলে গিয়েছে। ওটা আপনি জানিয়ে দিন আমাকে।’ এই কথা শুনে ওটিপি দেওয়ার কথাও ভেবেছিলেন ওই যুবক। কিন্তু পরে তাঁর মনে খটকা লাগে। তাই ওই ডেলিভারিম্য়ানকে ওটিপি না দিয়ে তিনি নম্বরটি ব্লক করে দিয়েছিলেন। এই থেকেই উঠছে প্রশ্ন- এ ভাবেও কী প্রতারণা সম্ভব?

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ভাবে প্রতারণার জাল বিছিয়ে রাখে প্রতারকরা। শুধু তা-ই নয়, এমনটা আজকাল খুব হচ্ছেও। নতুন ধরনের এই প্রতারণার নাম, কুরিয়ার স্ক্যাম। দেশের নানা জায়গায় এমন ভাবে প্রতারণা করা হয়েছে। তাই ওই যুবক ওটিপি না দিয়ে বুদ্ধিমানের মতো কাজ করেছেন। সম্প্রতি এ ভাবে ঘটনাো বেশ কয়েকটি প্রতারণার ঘটনা সামনে এসেছে। সব ক্ষেত্রেই মোডাস অপারেন্ডি একেবারে এক। সেই ওটিপি আসা ও তার পর যেন ভুল স্বীকার করে মাফ চাওয়া ও সেই ওটিপি বলতে বলা।

তাই চট করে কাউকে ফোনে আসা ওটিপি জানাবেন না। নিজে যদি অর্ডার না দেন তবে এভাবে কোনও ওটিপি আসার কথাও নয়। এখনকার দিনে কয়েকটি অনলাইন সংস্থা কাস্টমারদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে গিয়ে এই ওটিপি পদ্ধতি চালু করেছে। তবে সেগুলো দেওয়ার ক্ষেত্রে নজর রাখতে হবে সেটি কোথা থেকে এসেছে তা-ও। যদি এসএমএসটি সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে না আসে তবে তা ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের মতো কাজ।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন