এই ধরনের হেলমেট না পড়লেই বিপদ ! নিয়ম লঙ্ঘন করলেই জরিমানা সহ দেওয়া হবে শাস্তি

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- রাস্তাঘাটে দুর্ঘটনার সংখ্যা কমাতে পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে বাইক আরোহী এবং স্কুটি চালকদের জন্য Indian Standard 4151:2015 মেনে তৈরি নির্ধারিত হেলমেট ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলেই আরোহীদের কাছ থেকে জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।

 

দুর্ঘটনার পরিসংখ্যান

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ হারানো এবং গুরুতর আঘাত পাওয়ার ঘটনা ঘটেই চলেছে। বেপরোয়া গতি এবং অসতর্কতার জন্যই এই সমস্ত দুর্ঘটনাগুলি এখন বেড়ে চলেছে। এই অবস্থায় পরিবহন দপ্তর সড়ক নিরাপত্তা বাড়াতে এই নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় একটি বিশেষ হেলমেট পড়ার নির্দেশ জারি করা হয়েছে। 

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

সঠিক মানের হেলমেটের গুরুত্ব 

পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী Indian Standard 4151:2015 অনুসারে একমাত্র তৈরি হেলমেটটি ব্যবহার করা যাবে। এর বাইরে যদি অন্য কোন নিন্মমানের বা নকল হেলমেট ব্যবহার করা হয় তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ বলেই গণ্য হবে। এমনকি চার বছরের বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। এই নিয়ম লঙ্ঘন করলে তার কাছ থেকে জরিমানা নেওয়া হবে। 

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক 

বৃহস্পতিবার এক উচ্চপর্যয়ের বৈঠকে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সড়ক দুর্ঘটনার কারণ এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সঠিক মানের হেলমেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে।

পরিবহনমন্ত্রী স্পষ্ট বলেন, “সঠিক হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মাথায় আঘাতের ঝুঁকি কমবে এবং প্রাণ বাঁচানো সম্ভব হবে।” তাই পরিবহন দপ্তরের তরফ থেকে সঠিক হেলমেট পড়ার নির্দেশ জারি করা হয়েছে।

নিয়ম কার্যকর এবং নজরদারি 

কলকাতা সহ গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর হবে। পুলিশের পক্ষ থেকে সড়কে নিয়ম মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে জরিমানা সহ অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হবে সেই ব্যক্তিকে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

ভবিষ্যতের লক্ষ্য 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী সঠিক মানের হেলমেট ব্যবহার করলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকাংশে কমবে। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রাস্তায় নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশা করা যাচ্ছে।

তবে এই নিয়ম কার্যকর করতে সরকারের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়া জরুরী। সঠিক মানের হেলমেট পড়ার অভ্যাস করে তোলে না হলে এই উদ্যোগ পুরোপুরি ভাবে সফল করা সম্ভব হবে না। পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকা নিঃসন্দেহে সড়ক নিরাপত্তায় একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে আইন মেনে চলার দায়িত্ব সকল নাগরিকের।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন