Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডের ‘মুন্নাভাই’ সিরিজের দ্বিতীয় ছবি, ‘লাগে রাহো মুন্নাভাই’য়ের একটি দৃশ্য বোধহয় কেউ ভোলেননি। এক বৃদ্ধের পেনশনের টাকা মুক্তির জন্য ঘুষ চেয়েছিলেন এক সরকারি অফিসার। মুন্নাভাইয়ের পরামর্শে, মানিব্যাগ, চশমা, ঘড়ি, হিয়ারিং এইড থেকে শুরু করে ঘুষ হিসেবে পরনের জামা-কাপড় পর্যন্ত খুলে দিয়েছিলেন সেই বৃদ্ধ। প্রায় সেই গান্ধীগিরিই দেখা গেল গুজরাটের এক সরকারি দপ্তরে।
দুর্নীতির বিরুদ্ধে সেই সরকারি অফিসের ভিতরে অভিনব উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক সরকারি অফিসার তাঁর ডেস্কে হাত জোড় করে বসে আছেন। অন্য দিকে, বিক্ষোভকারীরা গুজরাটি ভাষায় তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছেন। বিক্ষোভকারীদের গলায় প্ল্যাকার্ডও দেখা যায়।
এখানেই শেষ নয়, এর পর বিক্ষোভকারীদের ওই অফিসারের মুখে একের পর এক নোটের বান্ডিল ছুড়ে মারতে দেখা যায়। সেই সঙ্গে একজনকে বলতে শোনা যায়, ‘কত টাকা নেবেন আপনি?’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘এই নিন, এটা খান।’ পুরো সময়, ওই সরকারি কর্তাকে তাঁর ডেস্কে হাত জোড় করে বসে থাকতে দেখা যায়।
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
জানা গিয়েছে, এলাকার সব বাড়িতে জলের নল দিয়ে নোংরা জল পড়ছে বলে, অভিযোগ জানাতে এসেছিলেন তাঁরা। এর আগেও বহুবার একই বিষয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে অনেকেই দাবি করেছেন, ওই অফিসার ঘুষ দিয়ে উচ্চপদ পেয়েছেন। এখন সেই পদে বসে ঘুষ নিয়ে ঊর্ধ্বতন কর্তাদের কাছে সেই টাকা পৌঁছে দিচ্ছেন।
তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করতে পারেনি বাংলা নিউস দুনিয়া। গুজরাটের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কোন সরকারি অফিসে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে, তাও স্পষ্ট নয়। তবে, সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।