‘এই ভারতকে পাকিস্তানও হারাতে পারে’, রোহিতদের পারফরম্য়ান্সকে খোঁচা পাক কিংবদন্তির

By Bangla news dunia Desk

Published on:

1200-675-22824993-thumbnail-16x9-akram

Bangla News Dunia, দীনেশ :- এ যেন ঠিক মরার উপর খাঁড়ার ঘা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের হয়ে এমনিতেই বিধ্বস্ত ভারতীয় শিবির ৷ আর এবার ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে গিয়ে বড়সড় খোঁচা দিলেন ওয়াসিম আক্রাম ৷ প্রাক্তন পাক স্পিডস্টারের কথায়, ভারতীয় দলের যা অবস্থা তাতে সুযোগ পেলে পাকিস্তানও রোহিতদের এখন হারিয়ে দেবে ৷ যদিও এক্ষেত্রে টার্নিং পিচে খেলার কথা বলেছেন তিনি ৷

আরো পড়ুন :- প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়েছিল শাহরুখের ? ‘গোপন কথা’ ফাঁস হতেই টলে গিয়েছিল বলিপাড়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্য়াটারদের দৈন্যদশা প্রকট হয়েছে ৷ বিশেষ করে মুম্বইয়ে অন্তিম টেস্টে ৷ ঋষভ পন্ত এবং ওয়াশিংটন সুন্দরকে বাদ দিলে নিউজিল্যান্ডের স্পিনার ত্রয়ী মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের সামনে সিরিজজুড়ে অসহায় লেগেছে ভারতের বাঘা-বাঘা ব্যাটারদের ৷ ঘরের মাঠে নিজেদের তৈরি ঘূর্ণি পিচে নিজেরাই মুখ থুবড়ে পড়েছে ৷ অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজ হারের পর এমনই সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ৷ অথচ ভুল থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান ৷ মুলতান ও রাওয়ালপিন্ডির ঘূর্ণি পিচে ইংল্য়ান্ডকে চূর্ণ করেছেন দুই পাক স্পিনার সাজিদ খান ও নমন আলি ৷

আরো পড়ুন :- ইহুদি অভিযানে খতম কুখ্যাত ইসলামিক জঙ্গি !

এমতাবস্থায় স্পিনিং ট্র্যাকে ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে পাকিস্তানের কাছে সুযোগ রয়েছে ভারতকে হারানোর ৷ এমনটাই জানিয়েছেন পাকিস্তানের হয়ে 104 টেস্ট খেলা আক্রাম ৷ সোমবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই’য়ে ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন পাক পেসার ৷ সতীর্থ ধারাভাষ্যকার মাইকেল ভনের সঙ্গে কথোপকথনে এমনটা বলেন ‘স্যুইং অফ সুলতান’ ৷ বর্তমান পরিস্থিতিতে ভারত বনাম পাকিস্তানের একটি লাল বলের সিরিজ দেখার ইচ্ছেপ্রকাশ করেন ভন ৷

 

পাল্টা আক্রামও প্রাক্তন ইংরেজ অধিনায়কের প্রস্তাবকে সমর্থন করে বলেন, “এটা একটা বিশাল ব্যাপার হবে ৷ ক্রিকেটের জন্যও ভালো হবে ৷ দুই ক্রিকেট পাগল দেশের অনুরাগীদের জন্য ভালো হবে ৷” এরপর আক্রামের কাছে প্রশ্ন যায় পাকিস্তান কি এই ভারতকে হারাতে পারবে? উত্তরে পাক কিংবদন্তি বলেন, “ওরা নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ৷ আমার মনে হয় স্পিনিং ট্র্যাকে পাকিস্তান এখন ভারতকে হারিয়ে দিতে পারে ৷”

উল্লেখ্য, 2007 সালের পর দু’দেশের মধ্যে আর টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়নি ৷ তিনম্যাচের টেস্ট সিরিজে সেবার ভারত 1-0 ব্যবধানে জয়লাভ করেছিল ৷ এর পরবর্তীতে মুম্বই হামলার পর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক যেহেতু তলানিতে, তাই বন্ধ রয়েছে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ৷

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন